সংবাদ শিরোনামঃ
রাতের আধাঁরে বিএনপি ও যুবদল নেতার নেতৃত্বে ১২শ বিঘার চিংড়িঘের দখল কালিগঞ্জে এক প্রতারককে ভ্রাম্যমাণ আদালতে জেল কালিগঞ্জে ২’শ পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করলেন প্রত্যাশা ফাউন্ডেশন শ্যামনগরে কৃষি প্রতিবেশবিদ্যা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে শিক্ষক আয়ুব আলী’র উপর হামলাকারীকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে শ্যামনগরে শিক্ষক সমিতির মানববন্ধন শ্যামনগরে বারসিক’র দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও  দুর্যোগ স্বেচ্ছাসেবকদের ত্রৈমাসিক সভা ১২ নভেম্বর উপকূল দিবস” কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী কালিগঞ্জে ইকরা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার কমিটি গঠন সম্পন্ন চোরাই পথে নারীকে ভারতে পাঠানোর নামে গ*নধ*র্ষণের অভিযোগ শ্যামনগরে চিংড়ী ঘের দখল অপচেষ্টায় মানববন্ধন 
শ্যামনগরে পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত  

শ্যামনগরে পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত  

শ্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগরে পাঠক প্রিয় দৈনিক পত্রদূত পত্রিকার ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পত্রদূত শ্যামনগর উপজেলা পাঠক ফোরামের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোষিত, বঞ্চিত, অসহায় মানুষের কন্ঠস্বর পত্রদূত’র প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে উপস্থিত হয়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ পত্রিকাটির জন্য শুভ কামনা জানান।
সাতক্ষীরা তথা দক্ষিন বঙ্গের আলোচিত সংবাদ মাধ্যম পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলা ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল।
শ্যামনগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহিদ সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক, বীর মুক্তিযোদ্ধা এম এম হাশেম, উপজেলা ওলামা পরিষদ সভাপতি মাওলানা আব্দুল খালেক, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান এ্যাডভোকেট আশিকুল হাসান।
শ্যামনগর উপজেলা প্রতিনিধি সামিউল মনিরের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ ছাড়াও অন্যান্যের বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, মোহনা টেলিভিশনের প্রতিনিধি প্রকৌশলী শেখ আফজালুর রহমান, সুন্দরবন প্রেসক্লাবের প্রতিনিধি বিলাল হোসেন প্রমুখ।
আলোচকবৃন্দ বীর মুক্তিযোদ্ধা স,ম আলাউদ্দীনের প্রতিষ্ঠিত দৈনিক পত্রদূত পত্রিকার সংবাদ উপস্থানসহ দৃষ্টিভংগির প্রতি সম্মান জানিয়ে সম্মৃদ্ধি কামনা করেন। পত্রদূত তিলে তিলে গড়ে তোলা আত্মমর্যাদা ও ভাবমুর্তি সমুন্নত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
আলোচকরা বলেন, পত্রদূত এতদাঞ্চলের মানুষের আস্থা অর্জনে সাহসিকতার পরিচয় দিয়েছে। স,ম আলাউদ্দীন সাহেবের দর্শনকে বাঁচিয়ে রাখতে দৈনিক পত্রদূত তার আপোষহীন ভুমিকা অক্ষুন্ন রাখার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালনে অবিচল থাকবে। আলোচনার একপর্যায়ে আলোকিত সাতক্ষীরার স্বপ্নদ্রষ্টা স,ম আলাউদ্দীনের সাথে আলাপ-চারিতার রোমন্থন করে স্মৃতিকাতর হয়ে পড়েন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ। স,ম আলাউদ্দীনের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে আলোচকরা পত্রদূতকে তৃনমুলের সংবাদ গুরুত্ব দিয়ে প্রকাশনার আহবান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জৈষ্ঠ্য সাংবাদিক আবু সাইদ, সরদার সিদ্দিক, কামরুজ্জামান সাগর, জিএম মোহাম্মদ আলী, উপকুলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, শেখ আব্দুস সালাম, আকতার হোসেন, পিযুস বাউলিয়া পিন্টু, মনির হোসেন শামিম, আবু মুছা, আবু সাইদ, ইব্রাহিম হোসেন, জুবায়ের মাহুমদ,
আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কেক কেটে পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকলকে মিষ্টিমুখ করান। এর আগে পত্রদূত পত্রিকার প্রয়াত প্রতিষ্ঠাতা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স,ম আলাউদ্দীনের রুহের মাগফিরাত ও দেশ জাতিসহ পত্রদূত পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।
ছবিঃ @ পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য রাখছেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল।
পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে সকলকে মিষ্টি মুখ করান অতিথিরা।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড