উৎপল মণ্ডল(শ্যামনগর)প্রতিনিধ।
শ্যামনগর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন হিতৈষী রক্তদান সংস্থার উদ্যোগে ও শ্যামনগর উপজেলা পরিষদের সহযোগিতায় হতদরিদ্র, প্রতিবন্ধী ও প্রবীণদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায়
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিতৈষী রক্তদান সংস্থার কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়।
হিতৈষী রক্তদান সংস্থার সাধারণ সম্পাদক ডাঃ দিনেশ চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মিলন হোসেন।
উপস্থিত ছিলেন হিতৈষী রক্তদান সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুস সালাম, অর্থ বিষয়ক সম্পাদ, স্বেচ্ছাসেবক মেহেদী হাসান মারুফ, সদস্য স্বেচ্ছাসেব তানিয়া আক্তার ময়না, সদস্য লিটন হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হাঁড় কাঁপানো শীতে হিতৈষী রক্তদান সংস্থার কম্বল পেয়ে খুশি শ্যামনগর সদর ইউনিয়নের বাসিন্দারা। তারা হিতৈষী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Leave a Reply