দেবহাটা প্রতিনিধি:
দেবহাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের পরিচালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক রাজু আহম্মেদ, যুগ্ম-সম্পাদক মোমিনুর রহমান ও লিটন ঘোষ বাপি, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এমএ মামুন, কার্যনির্বাহী সদস্য বায়জিত বোস্তামি উজ্বল ও রুহুল আমিন।
সভায় সিদ্ধান্ত হয় যে, প্রেসক্লাবের উন্নয়ন স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রতি মাসের ১০ তারিখের মধ্যে অর্থ সম্পাদকের নিকট ৫০টাকা হারে সদস্য ফি প্রদান করতে হবে। সদস্যদের দেওয়া অর্থ সরাসরি ব্যাংক একাউন্টের মাধ্যমে ডিপিএস ফান্ডে জমা করা হবে। যদি কোন সদস্য পরপর তিন মাস ফি না দেন সেক্ষেত্রে তার সদস্যপদ স্থগিত হবে। এছাড়া সভায় অনুপস্থিত সদস্যদের কারণদর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া কোন সদস্য গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডে জড়ালে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ক্লাবের পক্ষ থেকে ক্যালেন্ডার প্রকাশ, বার্ষিক বনভোজন, প্রয়োজনীয় নথিপত্রের জন্য আলমারি সংযোগ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আগামী ২৯ জানুয়ারী বেলা সাড়ে ১১টায় ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে বিশেষ সভার ঘোষনা প্রদান করা হয়।
Leave a Reply