সংবাদ শিরোনামঃ
বুড়িগোয়ালিনীতে ইউনিয়ন জামায়াতে আমীরের শপথ ও ইউনিয়ন টিম গঠন  কালিগঞ্জের পল্লীতে আদালতের আদেশ উপেক্ষা করে জবরদখলের অভিযোগ দেবহাটায় চিংড়িতে অপদ্রব্য পুশ যেনো ব্যাবসায়ীদের নেশায় পরিনত হয়েছে বন কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি তে ড্রোন উড্ডয়ন, পরিচালনা প্রশিক্ষন গাঁজাসহ শ্যামনগরে শ্বাশুড়ি-বৌমা আটক নলতায় ৪ দফা দাবিতে ছাত্র -ছাত্রীদের আন্দোলন ও ক্যাম্পাসের নাম বদল কালিগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত  কালিগঞ্জে জামায়াতের ৯টি ইউনিয়নের জামায়াতের আমীরগনের শপথ অনুষ্ঠিত  সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সেচ্ছাসেবীদের সংবর্ধনা প্রদান  কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয়েছে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা
এ বছরও শ্যামনগরে বেড়িবাঁধের পাইপ ও বাক্স কল অপসরণ করা হবে না অভিযোগ করতে হবে কৃষকের 

এ বছরও শ্যামনগরে বেড়িবাঁধের পাইপ ও বাক্স কল অপসরণ করা হবে না অভিযোগ করতে হবে কৃষকের 

ডেস্ক রিপোর্টঃ

শ্যামনগরে এ বছরও বেড়িবাঁধের পাইপ ও বাক্স কল অপসরণ করা হবে না, অভিযোগ করতে হবে কৃষকদের ৷ উপরী মহল ম্যানেজের চেষ্টার পাইতারা ৷ কৌশলে উঠানো হবে লোনা পানি ৷
গত বছর পানি উন্নয়ন বোর্ডের কর্তপক্ষ আদালতের নির্দেশে কালিগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রোকনুজ্জামান ও শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শহিদুল্লাহ নেতৃত্ব কালিগঞ্জ সহ শ্যামনগর আংশিক এলাকায় বেড়িবাঁধের পাইপ ও বাক্স কল অপসারণ শুরু করেন। পরপর দুইদিন পরানপুর ও বুড়িগোয়ালীনীতে অভিযান পরিচালনা করে বন্ধ হয় যায়। বাক্সকল মালিকরা সংবদ্ধ হয়ে উপরী মহল ম্যানেজ করেন। এবং বক্সকল দিয়ে পানি উত্তোলন কার্যক্রম অব্যহত রাখে। বাক্সকল মালিক মৎস্যঘরীর মালিকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন । গোপন সংবাদের ভিত্তিত্বে জানাযায় যে, অর্ধকোটি টাকায় ম্যানেজ উপরী মহল। চুনাপুটি থেকে রুই কাতল পর্যায়ে এই টাকা ভাগবাটোয়ারা করা হয়েছিল ৷ বাক্সকলের মালিকরাই বিষয়টি নিশ্চিত করেছিলেন ৷
উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কর্মকর্তা (ভূমি), পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, সহ চেয়ারম্যানরা বলেছিলেন, বর্তমান চিংড়ী চাষের সময়। যার কারনে চাষীরা তাদের মৎস্যচাষের কার্যক্রম আগে থেকে শুরু করে ফেলেছে। পাইপগুলা বেড়ীবাধের উপর দিয়ে পানি উত্তোলন করবে। আর যে বাক্সকল ক্ষতি করছে সেগুলা অপসরণ করা হবে এবং যে কল বেড়ীবাধ ক্ষতি করছে না সেগুলা অপসরণ করা হব না। আমরা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন মিলে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি এই সব দেখাশুনা করবে। আর আগামী বছর অর্থাৎ এ বছর বাক্সকল ও পাইপ অপসারণের প্রতিশ্রুতি দিলেও নেই কোন তার তৎপরতা ৷ গতবছরে অনেক কৃষক উৎসাহিত হয়ে ধান চাষ করে সফল হয়েছে ৷ কিন্তু পাশ্ববর্তী লোনাপানির জন্য অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেও বটে ৷

উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম বলেন, স্থানীয় চেয়ারম্যানরা কথা দিয়েছেন ধান চাষের এলাকায় লোনাপানির জন্য বড় এবং উচু করে বেড়িবাঁধ দিয়ে মৎস্যচাষ করা হবে৷ যাতে ধান চাষে ক্ষতি না হয় ৷

উপজেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মাসুদ রানা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চাষিরা আবেদন করলে সেখানে নিরসন হবে ৷ যেহেতু এই এলাকা মাছ চাষের উপযোগী ৷ কৃষকদের সমস্যা হলে তারা যেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন ৷

শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান বলেন, এটা যেহেতু কৃষকের সমস্যা সেই হিসেবে উপজেলা কৃষি অফিসারের কাছে অভিযোগ দিলে আমরা সমন্বয়ে ব্যবস্থা গ্রহণ করবো

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড