শ্যামনগর ব্যুরোঃ-
কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশারের আত্নহত্যার ঘটনা উন্মোচন ৷ গতকাল ৪ জানুয়ারি ২০২৩ তারিখ আনুমানিক বেলা দেড়টার দিকে গোপালপুর সুন্দরবন পিকনিক কর্নার সংলগ্ন আত্মীয়র বাড়ির আঙ্গিনায় গাছে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে থানা-পুলিশ ৷ এ দিকে প্রধান শিক্ষকের আত্মহত্যাকে নিয়ে এলাকায় নানা গুঞ্জন উঠেছে ৷
তথ্যনুসন্ধানে জানাগেছে যে, গত১৩ জানুয়ারি ২২ তারিখে এসআর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির জন্য দেনদরবার হয় ৷ দেনদরবারের আগে বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং চেয়ারম্যান রেজাউল করিমের সাথে যোগসাজশে ২ জন প্রার্থীকে যাচাই-বাছাই করেন৷ তার মধ্যে সভাপতি ২ জনের কাছ থেকে নিয়োগ বানিজ্যের টাকা নিবেন এবং ২ জনের কাছ থেকে প্রধান শিক্ষক নিবেন ৷ এমন আলোচনা সাপেক্ষে প্রধান শিক্ষক আবুল বাসার ২ জন প্রার্থী নির্বাচন করেন তাদের কাছ থেকে নিয়োগের জন্য টাকা গ্রহন করে সভাপতির কাছে দেন ৷ গত ১৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে নিয়োগ পরিক্ষায় দেখা গেছে সভাপতির ২জন প্রার্থী নিলেও নেওয়া হয়নি প্রধান শিক্ষকের ২জন প্রার্থীকে ৷ সভাপতি যোগাযোগের মাধ্যমে ঐ ২জন প্রার্থীকে পরিবর্তন করে তার নিজের ২জন প্রার্থীকে নিয়োগ দেন৷ প্রধান শিক্ষকের ২ জন প্রার্থীর মধ্যে মারুফা বেগম তার টাকা ফেরত চান কিন্তু সভাপতির কাছে টাকা দেওয়ার কারনে প্রধান শিক্ষক সেই টাকা আর ফেরত দিতে না পারায় রাগান্বিত হয়ে সাতক্ষীরা নারীশিশু আদালতে একটি মামলা দ্বায়ের করেন ৷ এবং তার শুনানি আগামী রবিবার ১৪ জানুয়ারী ২০২৩ তারিখে ৷ কেউ কেউ বলছেন ঘটনাকে ভিন্ন দিকে নিতে সাবেক সভাপতি চেয়ারম্যান রেজাউল করিমের চাল ৷ কিন্তু পরিবার দ্বায়ী করছেন, বর্তমান সভাপতি ও চেয়ারম্যান সহ আরও কয়েকজনকে ৷ এ বিষয় উক্ত মৃত প্রধান শিক্ষকের স্ত্রী নূরন্নাহার পারভীন বাদী হয়ে ৭জনকে আসামি সহ কয়েকজনকে অজ্ঞাত দেখিয়ে একটি মামলা করেন ৷ যার মামলা নং ৩ ৷
শ্যামনগর থানা পুলিশ উদ্ধার করে মৃত প্রধান শিক্ষকের মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন করেন ৷ প্রধান শিক্ষকের মরদেহ ময়নাতদন্ত শেষে কৈখালী নিজস্ব বাসভবনে দাফন সম্পন্ন করা হয় ৷
এদিকে চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, মিথ্যাভাবে আমার নামে মামলা করেছে তার পরিবার ৷ সাবেক সভাপতি নিয়োগের অর্থ প্রধান শিক্ষকের মাধ্যমে নেন ৷ পরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা করে একজন মহিলা প্রার্থী ৷ অন্যদিকে এই অর্থ ফেরত চান আর এক প্রার্থী ৷ আবার তার চাকরির উপর প্রভাব পড়ে ৷ সব মিলিয়ে তিনি হতাশাগ্রস্থ হয়ে পড়ে তার এই আত্মহত্যা ৷ সাবেক চেয়ারম্যান ও সভাপতি তার পরিবারকে ভুল বুঝিয়ে সত্যি জিনিসটা লুকাতে চাইছেন ৷ তিনি আরও বলেন, সঠিক বিষয় তদন্ত করলে এর সত্যতা প্রমাণিত হবে৷
শ্যামনগর থানার তদন্তকারী কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, পরিবার থেকে যে এজাহার দেওয়া হয়েছে তার প্রেক্ষিতে মামলা হয়েছে ৷ বিষয় আরও স্বচ্ছ ভাবে তদন্ত করা হবে ৷
Leave a Reply