মারুফ হোসেন (মিলন)
শ্যামনগর (সাতাক্ষীরা)প্রতিনিধি:
শ্যামনগর উপজেলার নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে ১লা জানুয়ারী ২৩ (রবিবার) দুপুর ১২ টায় কৈখালী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মোঃ সোহারাফ আলী ও লিজা আক্তারের জমজ শিশুদের মাঝে দুধ উপহার দেওয়া হয়েছে।
জমজ শিশুদের নাম হাসান-হোসাইন। বয়স ১৩ মাস। পিতামাতার অভাবের সংসারে চালের গুঁড়া খেয়ে বেড়ে উঠছিলো এই শিশুরা। তাদের মা লিজা আক্তার বলেন, দুধ ক্রয় করতে না পেরে ওদের চালের গুঁড়া দিয়ে এসেছি এতোদিন।
এই অসহায়ত্বের কথা শোনামাত্র নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আল মামুন এক কৌটা দুধের ব্যবস্থা করেন। পরবর্তীতে তাদের পাশে দাঁড়ানোর অঙ্গিকার ব্যক্ত করে। তারি ধারাবাহিকতায় মোট ১১ টি দুধ (কৌটা+ প্যাকেট) সেই অসহায় শিশুদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
এ সময় নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আল মামুন বলেন, অসহায় জমজ শিশুদের ৩ মাসের দুধের ব্যবস্থা করতে পেরে মনের ভিতর এক অন্য রকম ভালো লাগা কাজ করছে। আপনারা যারা অনুদান পাঠিয়ে মানবতার এই কাজ সফল করেছেন সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এসময় উপস্থিত ছিলেন, নূরনগর ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য মোবারক হোসেন লাচ্চু, সাংবাদিক এস এম জাকির হোসেন, উক্ত ফাউন্ডেশনের সদস্য শুভ সাহা ও মোঃ হাফিজ।
Leave a Reply