সংবাদ শিরোনামঃ
ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ইট ভাটাকে জরিমানা কালিগঞ্জে দিনদুপুরে ডাকাতি স্বর্ণ, নগদ টাকাসহ সর্বস্ব লুট কালিগঞ্জের পল্লীতে টমেটো, বেগুন ও সবজিসহ বিভিন্ন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা কালিগঞ্জের কুশুলিয়া কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার ৫নং কৈখালী তে বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা সভা  ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ সুন্দরবন দেখতে যেয়ে মোটর সাইকেল থেকে পড়ে চালকের মৃত্যু  কালিগঞ্জের মৌতলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে আছু সভাপতি, হাফিজ সম্পাদক নির্বাচিত হয়েছে শ্যামনগরের রমজান নগর কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
মুন্সিগঞ্জ ইউনিয়নের জনগণের স্বপ্ন বাস্তবায়নে ইউপি সদস্যা নিপা চক্রবর্তী দুটি কথা

মুন্সিগঞ্জ ইউনিয়নের জনগণের স্বপ্ন বাস্তবায়নে ইউপি সদস্যা নিপা চক্রবর্তী দুটি কথা

মুন্সীগঞ্জ( শ্যামনগর )প্রতিনিধিঃ

স্থানীয় সরকার নির্বাচনের ১ বছর পূর্তি ইউ পি সদস্য ও প্যানেল চেয়ারম্যান নিপা চক্রবর্তী জনগণের উদ্দেশ্যে যা জানালেন -সুপ্রিয় আমার ১,২ও ৩নং ওয়ার্ডের সকল সম্মানিত জনগন, নমষ্কার, সালাম ও শুভেচ্ছা নিবেন।আজ আমার ইউ পি নির্বাচনের ১বছর পূর্ণ হলো। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এমনই একটা দিনে ঠিক এই সময়টাতেই জানতে পারি,ঈশ্বরের কৃপা আর আপনাদের সহযোগিতা আমার ভাগ্যকে সুপ্রসন্ন করেছে।আমাকে জয়ী করেছেন।৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্মানিত সংরক্ষিত আসন উপহার দিয়েছেন।আমি চির কৃতজ্ঞ আপনাদের প্রতি।কিন্তু নির্বাচনের পূর্বে আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম এই একবছরে তার কিছু অংশ কাজ করতে সক্ষম হতে পারেছি।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সীমিত বাজেট নিয়ে আমার মাননীয় চেয়ারম্যান মহোদ্বয়ের মাধ্যমে সহায়তা আপনাদের দুয়ারে যতটুকু পেরেছি বন্টন করেছি বিনা স্বার্থেই। কে আমাকে ভোট দিয়েছেন বা দেননি এটা মনে করে চলিনি অদ্যাবধি। আর যেন না চলি, কখনো ক্ষমতার অপব্যবহার বা অহংকার করিনি আর যেন না করতে হয়, হাজার কষ্ট হলেও হাসিমুখে,সৎ সাহস,সচ্ছতা নিয়ে যেন আপনাদের সামনে যেয়ে দাঁড়াতে পারি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। এই ১বছরে একটি কাবিখার কাজ করেছি ৩নং ওয়ার্ডে।১৮০জন অসহায় মানুষের মাঝে(স্বামী পরিত্যক্ত নারী,বিধবা নারী,প্রতিবন্ধী ব্যক্তি) দের মাঝে ভি জি এফ চাউল বিতরণ, ৫০জনকে টিসিবি কার্ড এর মাধ্যমে স্বল্প মূল্যে পন্য সহায়তা করা,৮জন বয়স্ক ব্যক্তির বয়স্ক ভাতার বই প্রদান, ১৫জন প্রতিবন্ধী ব্যক্তি কে জরিপ করিয়ে স্মার্ট কার্ড ও অনলাইনের আওতায় আসার সহায়তা প্রদান,৬০জন অসহায় দুস্থ বৃদ্ধ ব্যক্তি দের মাঝে কম্বল বিতরণ, ৫০টি জেলে পরিবারে জেলে কার্ড ধারি দের মাঝে ৩০কেজি করে চাউল বিতরণ। জন্মনিবন্ধনে প্রায় ১০০ জনের ও অধিক ব্যক্তি কে ইউনিয়ন তথা উপজেলা পর্যায় থেকে সহায়তা করা।নতুন ভোটার নির্বাচনে প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের সার্বক্ষণিক সাথে থেকে সহায়তা করা।বিভিন্ন এনজিও প্রতিনিধি দের কাজে সর্বোচ্চ সহায়তা করা,একটি পারিবারিক বিরোধ নিরসন এ সুযোগ পেয়ে অংশগ্রহণ করে উভয় পরিবারের সহযোগিতায় সেটিতে সফলতা অর্জন করা।এই পর্যন্ত আমি আপনাদের কারুর কাছে চলার পথে অসম্মানিত হয়নি।আমি চেষ্টা করেছি আপনাদের উপকার না করতে পারি কিন্তু একজন ব্যক্তির ও ক্ষতির কারণ হতে চায় না।আর বাকি ৪বছর শুধু নয় আমৃত্যু যেন কারুর ক্ষতির কারণ যেন না হই এতটুকু দোয়া করবেন।দোয়া করবেন আমার দ্বারা কোন ব্যক্তি যেন মামলা বা হামলার স্বীকার না হন।কোন ব্যক্তি যেন আমার দ্বারা কখনো অসম্মানিত না হন,সবাই যেমন আমাকে ভালবাসেন আমি ও যেন সবাইকে কিছু সেবা দিতে পারি আর না পারি নিজের আপনজন ভেবে ভালবেসে যেতে পারি।আপনাদের আত্মার আত্মীয় হয়ে থাকতে পারি, সহযোগী বান্ধব হয়ে থাকতে পারি। আমার চোখে জাতি ধর্ম, বর্ণ ধনী গরীব নির্বিশেষে সকল মানুষের জন্য আত্ম মানবতার সেবায় নিজেকে উৎস্বর্গ করতে পারি।এই ১টি বছরে চলার পথে অনেক ভুল ত্রুটি ছিল, আছে বা থাকবে, সেগুলা আপনাদের একজন মনে করে ধরিয়ে দিবেন,ও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনুরোধ জানাই ।আপনারা জানেন যে আমি ব্রাহ্মণ পরিবারের সন্তান আমার পিতা ছিলেন একজন স্কুল শিক্ষক আমি সেখান থেকেই মানুষের আমি সেখান থেকে মানুষের ভালোবাসায় জনসভার কাজে এসেছি। আমি নির্বাচিত প্রতিনিধিত্ব এর পাশাপাশি অন্যান্য সমাজ সেবীকার দ্বায়িত্ব ও পালন করে থাকি, এজন্য হয়তো আপনাদের সাথে যথেষ্ট পরিমান সময় আমি দিতে পারিনা,তার জন্য আন্তরিক ভাবে দুঃখীত।ধন্যবাদ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সবাইকে।আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।জয় হোক আমার এলাকার মেহনতী মানুষের। জয় হোক আমার উপকূল বাসীর।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড