শ্যামনগর প্রতিনিধিঃ
আদালতের নির্দেশে নালিশী জমিতে কার্যক্রম বন্ধ করে দেন শ্যামনগর থানা পুলিশ। ২৪ ডিসেম্বর সকাল ১০টায় শ্যামনগর থানা পুলিশ স্বরেজমিনে গিয়ে উভয় পক্ষের উপস্থিতিতে এ আদেশ দেন। শ্যামনগর উপজেলার নকিপুর মৌজার এস এ ৯৩ নং খতিয়ানে এস এ ১৫৩ দাগে ৬৪ শতক জমির মধ্যে ০ ৩৭৫ শতক জমি পরিমল কর্মকার এর স্ত্রী গৌরী বালা কর্মকার ২৫৩৯ নং দলিলমুলে ক্রয় করে। উক্ত দলিলের ভিতরে উল্লেখ করা হয়েছে যে,জমি উত্তর দক্ষিণ লম্বা ৭ ফুট প্রসস্হ পথ। আমার বিক্রীত ০৩৭৫শতক জমির সম্মুখে পশ্চিম পাশে ৭ ফুট প্রসস্ত পথ। যাহা সকলের চলাচলের পথ হিসাবে ব্যবহার করিবে। অথচ গৌরী বালা কর্মকার ও তার স্বামী পরিমল কর্মকার চলাচলের পথ রোধ করে বিল্ডিং করার জন্য মাটির কাজ শুরু করে। এ ঘটনায় আবুল কালাম আজাদ সাতক্ষীরা বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পরিমাপ কর্মকার ও তার স্ত্রী গৌরীবালা কর্মকারকে বিবাদী করে ১৪৫ ধারায় ২৫৩৯/২২ নং মামলা করে। বিজ্ঞ আদালত রক্তক্ষয়ী সংঘাত এড়াতে ও শান্তি শৃংখলা রক্ষার জন্য শ্যামনগর থানা কে নির্দেশ দেন ও শ্যামনগর সরকারি কমিশনার ভূমিকে তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। শ্যামনগর থানা পুলিশ গত ২৪ ডিসেম্বর স্বরেজমিনে গিয়ে উভয় পক্ষের উপস্থিতিতে কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন।
Leave a Reply