দেবহাটা প্রতিনিধি:
এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) প্রদান উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় নলতাস্থ এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে এ শীতবস্ত্র প্রদান উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের দাতাসদস্য ও নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনিছুজ্জামান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগের বিভাগীয় প্রধান এবং খুলনা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডাঃ এসএম আব্দুল ওহাব। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সঞ্চলনায় উপস্থিত ছিলেন এম.জে.এফ’র কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত শিক্ষক মোহর আলী, অধ্যাপক আব্দুল হামিদ, নলতা এডিএফ এর নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম, এমজেএফ’র নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, সহকারী শিক্ষক শাহ আলম সিদ্দিক শাহিন, আরিফুল ইসলাম, আরিফ হোসেন, সাদ্দাম হোসেন, উম্মে শাখওয়া শারমিন রানী, রহিমা খাতুন প্রমুখ।
Leave a Reply