সংবাদ শিরোনামঃ
ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ইট ভাটাকে জরিমানা কালিগঞ্জে দিনদুপুরে ডাকাতি স্বর্ণ, নগদ টাকাসহ সর্বস্ব লুট কালিগঞ্জের পল্লীতে টমেটো, বেগুন ও সবজিসহ বিভিন্ন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা কালিগঞ্জের কুশুলিয়া কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার ৫নং কৈখালী তে বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা সভা  ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ সুন্দরবন দেখতে যেয়ে মোটর সাইকেল থেকে পড়ে চালকের মৃত্যু  কালিগঞ্জের মৌতলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে আছু সভাপতি, হাফিজ সম্পাদক নির্বাচিত হয়েছে শ্যামনগরের রমজান নগর কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
খুলনায় দলীয় কোন্দলে আওয়ামীলীগ নেতার উপর অতর্কিত হামলা

খুলনায় দলীয় কোন্দলে আওয়ামীলীগ নেতার উপর অতর্কিত হামলা

 

নিজস্ব প্রতিবেদকঃ
————————–
খুলনা মহানগরীর সদর থানার ৩০ নং ওয়ার্ড আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান (৫২) এর উপর একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন কতৃক দলীয় কোন্দলে অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। সূত্রে জানা গেছে, নগরীর ৩০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন এর সাথে আহত মোঃ সিদ্দিকুর রহমানের ৮/৯ বছরের সুসম্পর্ক ছিল এবং একই সাথে রাজনীতি ও করতেন কিন্তু বর্তমানে তার অসৌজন্যমূলক আচরণের পরিপ্রেক্ষিতে কিছুটা এড়িয়ে চলেন এবং অত্র ওয়ার্ড এর সভাপতি এ্যাড.ফারুক আহমেদের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন। যার ফলশ্রুতিতে গত ১৯/১২/২২ ইং তারিখ রোজ সোমবার বিকেল ০৪:১৫ ঘটিকার সময় খান জাহান আলী সেতুর পশ্চিম প্রান্তে খুলনা সংসদ সদস্য-০২ শেখ সালাউদ্দিন জুয়েল এর আগামী নির্বাচনে পথসভা অনুষ্ঠানে যাওয়ার পথে ১৫৯, খান জাহান আলী রোড,শচিনপাড়া মোহাম্মাদিয়া জামে মসজিদের সংলগ্ন কালভার্টে পৌছালে শিহাব উদ্দিন সহ তার সন্তাসী নিয়ে শতাধিক নেতাকর্মীর সম্মুখে সিদ্দিকুর রহমানের উপর অতর্কিত হামলা চালায়। এতে সিদ্দিকুর রহমান তার মাথা, বুক ও পায়ে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অতঃপর গুরুতর আহত অবস্থায় স্থানীয় নেতাকর্মীরা তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন এর বিপক্ষে যে নেতাকর্মী অবস্থান করেন তাকেই তিনি বিভিন্ন ভাবে মানহানিসহ হয়রানির করেন। ইতিপূর্বে মুক্তিযোদ্ধা ও দীর্ঘদিনের পরিক্ষিত আওয়ামী লীগ পরিবারের সদস্য মোঃ সেলিম রেজাকে দলীয় পদ থেকে বহিস্কার করান। তাছাড়া অত্র এলাকার চানমারি বাজার সমিতির সভাপতিসহ একাধিক নেতাকর্মীকে মারধর,অকথ্য ভাষায় গালিগালাজসহ হুমকি ও প্রদর্শন করেছেন। হাসপাতালে আহত সিদ্দিকুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন, আমি পুলিশ স্লিপ করিয়েছি কিন্তু থানায় মামলা দায়ের করি নাই। তিনি সুস্থ হয়ে দলীয় নেতাকর্মীদের পরামর্শ নিয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড