শ্যামনগর প্রতিনিধি।
শ্যামনগরে নারীরপ্রতি সহিংসতা প্রতিরোধে প্রয়োজনে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও নারীরপ্রতি সহিংসতা বন্ধের দাবিতে পথ নাটক অনুষ্ঠিত হয়। সিসিডিবির আয়োজনে । বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকাল ৪ টায় শ্যামনগর বুড়িগোয়ালীনি ইউনিয়নের বনবিবিতলা সরকারী সেন্ট্রাল বনবিবিতলা প্রাথমিক বিদ্যালয় মাঠে পথ নাটক অনুষ্ঠিত হয়।পথ নাটকে ২ নং ইউপি সদস্য মো: মাহতাব উদ্দীনের সভাপতিত্বে,সচেতন মূলক বক্তব্য রাখেন সিসিডিবির শ্যামনগর উপজেলা সমন্য়ক সুজন বিশ্বাস, সিসিডিবির শ্যামনগর প্রকল্প ব্যাবস্থাপক মনোয়ার হোসেন, শ্যামনগর প্রকল্প কর্মকর্তা নিলিমা রানী সহ সিসিডিবির সকল কর্মকর্তা উপস্থিত ছিল। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জগদীস জোয়ারদার। পথ নাটক উপস্থাপন করেন মুন্সীগন্জ জেলেখালী শিল্পগোষ্টী।
Leave a Reply