সংবাদ শিরোনামঃ
মোরেলগঞ্জে নানা অনিয়ম ও দুর্নীতির দায়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দায়িত্ব থেকে অব্যহিত প্রদান

মোরেলগঞ্জে নানা অনিয়ম ও দুর্নীতির দায়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দায়িত্ব থেকে অব্যহিত প্রদান

 

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান।

উপজেলার জিউধরা ইউনিয়নের ৯৫নং বরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নাসির হাওলাদার বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও দীর্ঘদিন যাবত কর্তৃপক্ষের বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারনে তাকে তার দ্বায়িত্ব থেকে অব্যহতি প্রদান করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শাহ আলম, মোরেলগঞ্জ উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড: মো: শাহ-ই আলম বাচ্চু এর নির্দেশ ক্রমে মোরেলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো: জালাল্ উদ্দিন খান স্বাক্ষরিত যার স্বারক নং- উশিঅ/মোরেল/বাগের/২০২২/১৫২৩/৪, তারিখ- ২৪/১১/২২ এর আদেশ বলে মো: মশিউর রহমান হাওলাদার কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়। চিঠিতে আরো উল্লেখ করা হয় যে, তার বিরুদ্ধে একাধিক বিভাগীয় ও ফৌজদারী মামলা এবং দীর্ঘদিন বিদ্যালয়ে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অনুপস্থিত থাকার কারনে প্রাথমিক শিক্ষার স্বার্থে প্রধান শিক্ষক যোগদান না করা পর্যন্ত উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মশিউর রহমান হাওলাদার কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড