সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে বন্ধু ফোরামের সাধারণ সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত গাবুরা স্লুইসগেট নির্মাণে বাঁধা প্রদান করেছে বলে অভিযোগ উঠেছে। শ্যামনগর গাবুরার মেম্বারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ  ময়মনসিংহে মাদকের অভিযানে ৬৪ বোতল বিদেশিমদসহ গ্রেফতার ০১ কালিগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে কৃষকদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত নলতায় এম,জে,এফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ চাঁদনীমুখা একতা যুব সংঘের আয়োজনে সি পি এল ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হযেছে  উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত গহীন সুন্দরবনে ২ মণ হরিণের মাংস ফেলে পালালো চোরা শিকারীরা ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ইট ভাটাকে জরিমানা
শ্যামনগর গাবুরার মেম্বারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ 

শ্যামনগর গাবুরার মেম্বারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ 

গাবুরা(শ্যামনগর) প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার কৃষক লীগের সভাপতি মঞ্জুর এলাই খোকনের জমি দখলের অভিযোগ উঠেছে। শ্যামনগর উপজেলা গাবুরা ইউনিয়নের জামায়াতে ইসলামী সাবেক যুব বিভাগের সভাপতি মশিউর রহমান (ইয়াছিন) মেম্বারের বিরুদ্ধে। এ ঘটনায় একাধিক দপ্তরে অভিযোগ করেও কোনো ফল পাননি ওই কৃষক লীগের নেতা। বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। তবে জামায়াতের ওই নেতার দাবি, জমিটি তার পিতামহ থেকে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১০ সালে গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারি গ্রামের বাসিন্দা মৃত্যু খতিব গাজীর ছেলে রেজাউল (৬০) মৎস্য মাছ চাষের জন্য ৫ একর ৩৩ শতক জমি মঞ্জুর এলাহী খোকনের কাজ থেকে লিজ নিয়েছেন। জমিটি সেই সময় থেকে তিনি মৎস্য চিংড়ি চাষ করে আসতেছে। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পরই জমিটি দখলের চেষ্টা চালান গাবুরা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি মশিউর রহমান (ইয়াছিন)মেম্বার । গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিষেধাজ্ঞা অমান্য করে মৎস চিংড়ি চাষ করার জন্য নতুন রাস্তা করছে।
শ্যামনগর উপজেলার কৃষক লীগের সভাপতি মঞ্জুর এলাহী খোকন বলেন, গাবুরা পার্শ্বেমারি মৌজার বি,আর,এস  খতিয়ান নং ৪২৮, এস,এ খতিয়ান ১/২৮ দাগ নং ৯১৭, ৩৩৮০ জমির পরিমান ৫ একর ৩৩ শতক। জমির কাগজপত্র সঠিক থাকার পরও জামায়াতের প্রভাব খাটিয়ে জোরপূর্বক আমার জমি দখল করে নিচ্ছেন মশিউর রহমান ইয়াসিন। সর্বশেষ গত বৃহস্পতিবার ওই জমিতে রাস্তা দিয়েছে তার লোকজন। আমি এ ঘটনার ন্যায়বিচার চাই।
গাবুরা ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মশিউর রহমান ইয়াসিন দাবি করেন, ওই জমিটি আমার পিতার সম্পত্তি। তিনি আরো বলেন, এস ,এ খতিয়ান ৯১৭ দাগে জমি ১৫ একর ৮৬ এতে ৬ একর ৬৫ খাস খতিয়ান হয়ে যায়। সরকার বাহাদুর কাজ থেকে আইনগতভাবে ডিসিআর প্রাপ্ত হয়েছে আমাদের। সেখান থেকে আমরা জমিটি ভোগ দখল করে আসছি। এমন অবস্থায় বাদীগন জাল জালাতি করে মালিক দাবি করছেন।
এ বিষয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি,এম মাসুদুল আলম বলেন, ঘটনাটি আমি শুনেছি। গত বৃহস্পতিবার সকালে মৎস্য চিংড়ি চাষ ওই জমিতে নতুন করে রাস্তা দিচ্ছে মশিউর রহমান ইয়াসিন এর লোকজন। খবর পেয়ে আমি ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছিলাম কাজটি বন্ধ করার জন্য। দুপুরের সময় আবার শুনলাম তারা কাজটা বন্ধ না করে রাস্তা দিয়েছে। এর আগে ইউনিয়ন পরিষদের মাধ্যমে একটি নোটিশ পাঠানো হয়েছিল।
নোটিশ অমান্য করে মৎস্য ঘেরের রাস্তার কাজ করেছে মশিউর রহমানের লোকজন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড