বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে সাতক্ষীরার শ্যামনগরের রমজান নগর ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।( ১১ই জানুয়ারি) শনিবার বিকাল ৫টায় রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাসষ্টান্ডে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিমরের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটন। কৃষক সমাবেশে দলের কেন্দ্রীয় ঘোষিত ৩১ দফা পাঠ করে শোনান শ্যামনগর উপজেলা কৃষক দলের আহবায়ক সাবেক ছাত্রনেতা মোঃ নুরুজ্জামান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্যামনগর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবীর, সাংগঠনিক সম্পাদক গোলাম আলমগীর, ৬ নং রমজান নগর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আব্দুস সবুর ও যুবদলের আহবায়ক শেখ মুকুল হোসেন, ইউনিয়ন যুগ্ম আহবায়ক শারাফাত হোসেন।
সমাবেশ বক্তারা তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী শ্যামনগর উপজেলার প্রতিটি গ্রামে কৃষি বিপ্লব ঘটিয়ে দেশকে সমৃদ্ধ করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
Leave a Reply