সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম বন বিভাগের আয়োজনে তিন দিনের (২২শে ডিসেম্বর ২৪ শে ডিসেম্বর) বন কর্মকর্তা কর্মচারিদের দক্ষতা বৃদ্ধি ও সুন্দরবনে অপরাধ দমনে ড্রোন উড্ডয়ন, পরিচালনা, তথ্য সংগ্রহ, প্রতিবেদন প্রস্তুত বিষয়ক প্রশিক্ষনের আয়োজন করা হয়।
সাতক্ষীরা সহ ব্যবস্থাপনা সংগঠনের কার্যালয়ে ২০ জন বনবিভাগের সদস্যদের মাঝে ড্রোন উড্ডয়ন, পরিচালনা, তথ্য সংগ্রহ, প্রতিবেদন প্রস্তুত বিষয়ক প্রশিক্ষন প্রদান করেন প্রশিক্ষক কাজী মাহমুদ হাসান।
এ প্রশিক্ষনের মাধ্যমে সুন্দরবনে বিভিন্ন অপরাধ দমন হবে সহজে বলে জানান প্রশিক্ষক কাজী মাহমুদ।
প্রশিক্ষন বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানএর কাছে জানতে চাইলে তিনি বলেন,
সাতক্ষীরা রেঞ্জের বনবিভাগের ২০ জন সদস্য নিয়ে ড্রোন উড্ডয়ন, পরিচালনা, তথ্য সংগ্রহ, প্রতিবেদন প্রস্তুত বিষয়ক প্রশিক্ষন প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন ৩দিনের এ প্রশিক্ষণে সুন্দরবনের বিভিন্ন অপরাধ ব্যক্তিদের চিহ্নিত করতে পারব এবং অপরাধ কবানো সম্ভব হবে।
Leave a Reply