সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ 

কালিগঞ্জে জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ 

হাফিজুর রহমান শিমুলঃ

কালিগঞ্জ উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্যদের শফত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার জামায়াত অফিসে ২০২৫-২০২৬ সেশনের উপজেলার নব নির্বাচিত শুরা ও কর্মপরিষদ সদস্যদের শফত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলার নবনির্বাচিত আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি অধ্যাপক মোসলেম উদ্দিন। উপজেলায় মোট পুরুষ ২০ ও মহিলা ১৫ জন শুরা সদস্য উপজেলা আমীরের কাছে শফত গ্রহণ করেন। এরপর ১৪জন পুরুষ ও ১০ জন মহিলা কর্মপরিষদ সদস্য শপথ গ্রহণ করেন। নায়েবে আমীর হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা লিয়াকত আলী ও নাসির উদ্দিন। সেক্রেটারি হিসাবে মনোনীত হয়েছেন অধ্যাপক আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী, আবু ইসলাম ও মাওলানা আনোয়ারুল ইসলাম। কর্মপরিষদের অন্যান্য সদস্যরা হলেন অধ্যক্ষ আবু রাসেল আসকারী, ড. মোঃ মিজানুর রহমান, মাওলানা নুরুজ্জামান হাবিবী, মাওলানা আব্দুল মোমেন, সালাহউদ্দিন, মাষ্টার ইউসুফ আলী, আফতাব উদ্দীন ও মাওলানা আব্দুস সামাদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড