সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগরে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের উদ্যোগে দলটির প্রয়াত নেতাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১৫নভেম্বর) শুক্রবার বিকাল ৪টায় নূরনগর বাজার চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি এর সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, আলেম-ওলামা এবং স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলটি সদ্য প্রয়াত নূরনগর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জিএম আব্দুল কাদের, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব মোজহার আলী সরদার, সাবেক সহ-সভাপতি মরহুম লুৎফর রহমান সরদার, ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মরহুম গোলাম সিদ্দিক, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি মরহুম আজিজুল হক, ইউনিয়ন বিএনপি’র সদস্য মরহুম ইউসুফ আলী কারিকর, সদস্য আবুল বাশার সহ বিএনপির বিভিন্ন স্তরের প্রয়াত নেতাদের স্মরণে আয়োজন করা হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন নূরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম আলমগীর। স্মৃতিচারণমূলক বক্তব্যে তিনি প্রয়াত নেতাদের রাজনৈতিক এবং সামাজিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন।
এ সময় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ নুরুল আফছারসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা প্রয়াতদের স্মরণ করে তাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থনা করেন।
উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন মোল্লা, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোরশেদ আলম, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাই সিদ্দিক মহাজন,শ্যামনগর উপজেলা ছাত্রদল নেতা রুবেল আহমেদ,ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি শাহিন আলম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নূরনগর বাজার জামে মসজিদের পেশ ইমাম মৌলভী আব্দুল জলিল।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি নেতা মোঃ ফরিদ উদ্দিন মাসুদ ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান।
Leave a Reply