সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরা টু শ্যামনগর সড়ক সংস্কারের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন

সাতক্ষীরা টু শ্যামনগর সড়ক সংস্কারের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরা শ্যামনগর মহাসড়কে জনদুর্ভোগ লাঘবে দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখা ও যুব বিভাগ কমিটির নেতৃবৃন্দ। সোমবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় কালিগঞ্জ জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলার ফুলতলা মোড়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মাওঃ আনোরুল ইসলাম, সূরা সদস্য মাষ্টার সালাউদ্দিন, সাবেক শিবির নেতা আজগর আলী, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলাম, কালিগঞ্জ উপজেলা ছাত্র সমন্বয়ক আরিফুজ্জামান আরিফ ও আমির হামজা। বক্তারা বলেন জেলা সদরের সাথে যাতায়াতের একমাত্র সড়ক সাতক্ষীরা শ্যামনগর মহাসড়ক। কিন্তু বর্তমান এই সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সমগ্র সড়ক জুড়ে বড় বড় খানা খন্দের সৃষ্টি হয়েছে, যে কারণে সড়কে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নিত্যদিন ছোট খাটো দুর্ঘটনার ঘটনা ঘটেই চলেছে। তাই কালিগঞ্জের জনগণ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে রাস্তায় নেমে মানববন্ধন করেছে। মহা সড়কটি যাতে ভগ্নদশা থেকে মুক্ত হয়ে আবারোও যান চলাচলের উপযুক্ত হতে পারে তার বিহিত ব্যবস্থা করতে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন । পরে কালিগঞ্জ জামায়াত ইসলামের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড