দেবহাটা( সাতক্ষীরা ) প্রতিনিধি:
দেবহাটার পারুলিয়া ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। সোমবার পারুলিয়া ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সকল ইউপি সদস্যবৃন্দ, উপজেলা সহকারী আনসার কমান্ডার নুর হোসেন, আনসার ভিডিপি প্রশিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ। এসময় পারুলিয়া ইউনিয়নের ২৬শ মানুষের মাঝে জনপ্রতি ২ কেজি মুসুর ডাল, ২লিটার তেল ও ১ কেজি চিনি সল্পমূল্যে বিক্রিয় করা হয়।
দেবহাটায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ
দেবহাটা প্রতিনিধি: “উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ” এই ¯েøাগান কে সামনে রেখে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজনে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি মোসলেউদ্দিন মুকুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরডিবির অফিসার তানজিয়ারা খাতুন, সহকারী বিআরডিবির অফিসার (ইরেসপো) সোহরাব হোসেন, পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাকী বিল্লাহ সরদার, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র ছাত্রী বৃন্দ। পরে পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১শত ছাত্রীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন প্রদান করা হয়।
Leave a Reply