সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলা আমিন (সার্ভেয়ার) সমিতির নতুন কমিটি গঠন কালিগঞ্জে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  আজকের মত শীত কি পুরো মাস জুড়েই থাকবে যা জানালো আবহাওয়া অফিস শ্যামনগরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফায় জনসম্পৃক্ততা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  শ্যামনগর বুড়িগোয়ালিনী ৮ নং ওয়ার্ড ও ইউনিটির কমিটি গঠন  কালিগঞ্জে কৃষকদলের ঊঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শ্যামনগরে দ্বন্দ্ব রূপান্তর বিষয়ক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত কয়রা মদিনাবাদ সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিকপরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ  উৎসব মুখর পরিবেশে পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ কয়রায় গিলাবাড়ি গ্রামে জনসাধারণের চলাচলের রাস্তায় ঘেরা দেওয়ার অভিযোগ
শ্যামনগরে ৪৯ বোতল রয়েল স্ট্যার্ক ও ম্যাজিক মোমেন্ট উদ্ধার করেছে কোস্টগার্ড

শ্যামনগরে ৪৯ বোতল রয়েল স্ট্যার্ক ও ম্যাজিক মোমেন্ট উদ্ধার করেছে কোস্টগার্ড

শ্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগরে ভারত থেকে অবৈধ পথে আসা ৪৯ বোতল রয়েল স্ট্যার্ক ও ম্যাজিক মোমেন্ট উদ্ধার করেছে কোস্টগার্ড। বিসিজি পশ্চিম জোনের কৈখালী স্টেশনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শৈলখালী এলাকা থেকে দুপুর একটার দিকে এসব দামী বিয়ার উদ্ধার করে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য রাত আটটার দিকে উদ্ধারকৃত মালামাল শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। যদিও স্থানীয়দের দাবি উদ্ধারকৃত মালামালের পরিমান অনেক বেশি ছিল।
কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরের দিকে তারা সীমান্তবর্তী শৈলখালী এলাকায় অভিযান চালায়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় এসব দামী ব্যান্ডের বিয়ার উদ্ধার করা হয়।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি সুত্র জানায় শৈলখালী এলাকার ধীরাজ মন্ডল নামের এক ব্যক্তির বাড়ি থেকে দুই বস্তা মালামাল নিয়ে যায় কোস্টগার্ড। অবৈধ পথে ভারত থেকে নিয়ে আসা এসব দামী ব্যান্ডের মালামাল স্থানীয় চোরাকারবারী আবুল কাশেম ও তার লোকজনের বলেও তারা নিশ্চিত করেন। তবে নিরাপত্তার স্বার্থে এসব গ্রামবাসী নিজেদের নামপরিচয় প্রকাশে আপত্তি জানায়। বিষয়টি নিয়ে জানতে জানলে কোস্টগার্ডের পক্ষ থেকে কারও বাড়ি থেকে মালামাল উদ্ধারের অভিযোগ অস্বীকার করা হয়। মালামালের মুল্য থানা পুলিশ থেকে নেয়ার জন্য তারা অনুরোধ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড