হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ অক্টোবর) বিকালে উপজেলার রতনপুরে পরিষদের উপজেলা সভাপতি সাইফুল ইসলাম আঙ্গুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি তবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক আজিবুর রহমান, জেলা গনঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়াছিন আরাফাত। উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের ও গনঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ।
Leave a Reply