সাতক্ষীরার শ্যামনগরে হত্যা মামলার বাদীকে অপহরণ, গুম ও জীবননাশের হুমকির অভিযোগ করেন শ্যামনগর উপজেলার গাবুরার ডুমুরিয়া গ্রামের মৃত শেখ আব্দুল আজিজ এর কন্যা আজমুন নাহার কুইন (৩৫)। শনিবার (০৫ই অক্টোবর) সকালে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে এসে অপহরণ, গুম ও জীবননাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন।
আজমুন নাহার কুইন বলেন, আমার পিতা শেখ আব্দুল আজিজ এর হত্যা কান্ডের ঘটনা মামলা দায়ের করার পর থেকে আমি জীবন হানির শংকার মধ্যে রয়েছি। আমার পিতাকে বিগত ২৯শে সেপ্টেম্বর রবিবার সকাল আনুমানিক বেলা সাড়ে ১১টায় সময় শেখ আব্দুর রশিদ, শেখ আব্দুল হাকিম, শেখ আব্দুল বারিক, শেখ আব্দুল আলিম, শেখ আব্দুর রউফসহ কয়েক জন পিটিয়ে গুরুত্বর আহত করে। পরবর্তীতে শ্যামনগর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। উক্ত ঘটনায় আমি বাদী হয়ে ৩০শে সেপ্টেম্বর পাঁচ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করি। ইতি মধ্যে মামালার প্রধান আসামী শেখ আব্দুর রশিদ গ্রেফতার হওয়ার পর থেকে ০২নং আসামী শেখ আব্দুল হাকিম সহ অন্য আসামীরা প্রতিনিয়ত মোবাইল ফোনে বিভিন্ন ধরনের অশ্লীল ভাষায় গালিগালাজ সহ হুমকি ধামকি দিচ্ছে। মামলাটি তুলিয়া না নিলে জীবননাশ সহ হয়রানী মুলক মামলায় জড়ানোর পাশাপাশি অপহরণ পূর্বক গুমের হুমকি দিচ্ছে। ০২নং আসামী শেখ আব্দুল হাকিম আমার পিতার ময়না তদন্ত রিপোর্ট উল্টে দিয়ে মামলা খেয়ে ফেলার হুমকিও দেয়। ময়না তদন্ত প্রতিবেদন ও হত্যা মামলার ভবিষৎ নিয়ে দুঃচিন্তায় আছি।
আমার পিতার হত্যা কান্ডের পর একমাত্র মেয়ে- ও বৃদ্ধা মা কে নিয়ে পিতার বসত বাড়িতে বসবাস করিছি। এমতাবস্থায় আসামীদের হুমকি- ধামকির ঘটনায় মারাত্মক নিরাপত্তাহিনতায় ভুগছি। বাকী আসামীদের কে গ্রেফতার দাবি জানাই। এবং আমি সহ আমার মেয়ে ও মায়ের জীবনের নিরাপত্তা জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
Leave a Reply