কয়রা খুলনা প্রতিনিধি।
কয়রা উপজেলায় ভাঙচুর লুটতরাজ ঘের দখলের প্রতিবাদ ও প্রতিকার জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার
গতকাল শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ২নং কয়রা গ্রামের বাসিন্দা সুশান্ত বাছাড় এ দাবি করেছেন। লিখিত বক্তব্যে তিনি বলেন গত ০৫/০৮/২৪ তারিখে শেখ হাসিনা সরকারের পতনের পরে একদল হামলাকারী পরিকল্পিতভাবে ঐদিন বিকেল ৫:০০ দিকে আমার বাড়ি ঘরে হামলা ও ভাঙচুর করে ঐদিন রাত আনুমানিক ১০:০০ দিকে একই ব্যক্তিদের নেতৃত্বে লুটপাট করে টাকা পয়সা গহনাগাটি সহ ঘরের আসবাবপত্র নিয়ে যায় এ ঘটনায় থানায় অভিযোগ করে কোন প্রতিকার পাওয়া যায়নি। এ ঘটনার এক মাস পরে ০৫/০৯/২৪ তারিখে
আমার মৎস্য ঘেরে একই ব্যক্তিদের নেতৃত্বে লুট ও দখলের পুনরাবৃত্তি ঘটে।
অভিযুক্ত ব্যক্তিদের মধ্য হইতে কয়েকজনের নামও প্রকাশ করেন শাহরিয়ার কবির (টুটুল) জাহাঙ্গীর কবির( টুলু) শেখ সিরাজুদ্দৌলা লিংকন, আনারুল ইসলাম, কবির হোসেন, ইমদাদুল হক, বুলি শেখ, মিজানুর রহমান মোল্লা, ইয়াকুব শেখ, হরসিত বাছাড় সহ নাম না জানা ২৫ থেকে ২৬ জনের একটি দেশীয় অস্ত্রধারী গ্রুপ সুশান্ত বাছাড় আরো অভিযোগ করেন আমি আমার মৎস্য ঘেরে ছিলাম তারা ঐক্যবদ্ধভাবে এসে আমাকে তাড়া করেন আমি খুন জখমের ভয়ে ঘের ছেড়ে বাড়িতে চলে আসি এ সকল বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন লুটপাট ও হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানাই
Leave a Reply