এম এ হালিম শ্যামনগর থেকেঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস) এর কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল কাদির ওরফে টাইগার সোহেলের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাসাস শ্যামনগর সদর ইউনিয়ন শাখা ২৪সেপ্টেম্বর(মঙ্গলবার)বিকাল পাঁচটায় শ্যামনগর পরিবহন টার্মিনাল চত্তরে ঐ সংবর্ধনা সভার আয়োজন করে। সদর ইউনিয়ন জাসাস এর সদস্য সচিব আল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসাস সদস্য সচিব ফারুক হোসেন, সাতক্ষীরা পৌর জাসাস আহবায়ক আরিফুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহবায়ক মাসুদ শাহরিয়ার, শ্যামনগর উপজেলা জাসাস যুগ্ম-আহবায়ক হুমায়ন কবীর লিটন, সদস্য সচিব রায়হানুল ইসলাম প্রমুখ।
সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল কাদির টাইগার সোহেল বলেন পরিবর্তিত পরিস্থিতিতে সকলকে শান্তিপুর্ন সহাবস্থান নিশ্চিত করতে হবে। দলের নাম পরিচয় ভাঙিয়ে যাতে কেউ অনৈতিক কোন কর্মকান্ড করতে না পারে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। একইভাবে কেউ সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত হলে তার বিষয়ে নেতৃবৃন্দের মাধমে কেন্দ্রীয় কমিটিতে অভিযোগ দায়েরের আহবান জানান তিনি। ভোটের রাজনীতিতে বিএনপিকে এগিয়ে রাখতে এখন থেকে সকলকে ত্যাগী নেতাকর্মীকে ঐক্যবব্ধ হয়ে কাজ করারও আহবান জানান তিনি।
Leave a Reply