হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জে রোকেয়া মনসুর মহিলা কলেজের আয়োজনে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কলেজের হলরুমে কলেজের সহ অধ্যাপক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও শিক্ষক সৈয়েদ মাহমুদুর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন দেশসেরা পুরুস্কার প্রাপ্ত ওয়াজিয়ান হযরত মাওঃ আবু বকর সাদিক। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও অত্র কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রউপ, সহকারী অধ্যাপক মোশাররফ হুসাইন চৌধুরী, সহকারী অধ্যাপক আলহাজ্ব নজরুল ইসলাম প্রমুখ। এসময়ে নবীর জীবনী নিয়ে জেসমিন, মরিয়ম আক্তার, নাতে রসুল সাদিয়া তাবাসুম ও গজল পরিবেশন করেন তাসকিয়া। পবিত্র কোরআন তেলাওয়াত করেন সোমাইয়া সুলতানা। আলোচনা শেষে কলেজের প্রতিষ্ঠাতা সাবেক বস্ত্রমন্ত্রী এ্যাডঃ এম মনসুর আলী ও তার সহধর্মিণী রোকেয়াসহ পরিবারের সদস্যদের জন্যে দোয়া মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক মোশাররফ হুসাইন চৌধুরী।
Leave a Reply