শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে বাংলাদেশ জামায়াত ইসলামী যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
(১১ ই সেপ্টেম্বর) বুধবার বিকালে বুড়িগোয়ালিনী ইউনিয়ন ভূমি অফিস চত্বরে বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন জামাতের আমীর মাওলানা হারুন অর রশীদ,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর শ্যামনগর উপজেলার সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর শ্যামনগর উপজেলার নায়েব আমীর মাওলানা মঈনুদ্দিন আহমেদ, শ্যামনগর উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল মজিদ, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, ওলমা বিভাগের সভাপতি মাওলানা ফজলুল করিম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন জামায়াত ইসলামী নেতা মাওলানা রহুল আমিন,
বুড়িগোয়ালিনী ইউনিয়ন জামায়াত ইসলামীর যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল কাদের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, বুড়িগোয়ালিনী ইউনিয়ন জামায়াত ইসলামীর ৭ নং ওয়ার্ড সভাপতি ডাঃ সরোয়ার হোসেন, ৪ নং ওয়ার্ড সভাপতি মাস্টার মহসীন আলম,
সমাবেশ আগামী ১৪ তারিখে শ্যামনগর উপজেলায় যুব সমাবেশে সকল উপস্থিত থাকার আহব্বান জানান বক্তরা।
সমগ্র যুব সমাবেশ পরিচালনা করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ।
Leave a Reply