কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে স্বামী পরিত্যক্ত এক অসহায় নারীকে ধর্ষণের অভিযোগে কালিগঞ্জ থানা পুলিশ সাংবাদিক পরিচয়দানকারী বহু অপকর্মের হোতা আব্দুল বারী গাজী (৩৮) কে আটক করেছে। আব্দুল বারী উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর গ্রামের মৃত আব্দুর রহিম গাজীর ছেলে। কালিগঞ্জ থানার এজাহার সূত্রে জানা গেছে, একই উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের আব্দুল খাঁর মেয়ে স্বামী পরিত্যক্ত এক সন্তানের জননী রেশমা বেগমের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে আটকৃত আব্দুল বাবীর সাথে পরিচয় হয়। এই সুবাদে দীর্ঘদিন ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে আসছিল।
সেই সূত্র ধরে ধর্ষক আব্দুল বারী গত (১০ আগস্ট) পুনরায় বিবাহ করার আশ্বাস দিয়ে ওই নারীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক মিলন করে চলে যায়। একপর্যায়ে ভুক্তভোগী ওই নারী চাচাই গ্রামে পিতার বাড়িতে শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় পরবর্তীতে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ চেষ্টা করলে তার ডাক চিৎকার পার্শ্ববর্তী স্থানীয় লোকজন এসে কালিগঞ্জ থানায় সংবাদ দেন। সংবাদ পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল বারীকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী শনিবার (২৪ আগস্ট) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।
মামলা না (১০) এ ব্যাপারে থানার সাব ইন্সপেক্টর রাজীব সরকার উক্ত ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন রাতেই ধর্ষক আব্দুল বারী আটক করা হয়। শনিবার (২৪ আগস্ট) দুপুরে সাতক্ষীরার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply