সংবাদ শিরোনামঃ
ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ইট ভাটাকে জরিমানা কালিগঞ্জে দিনদুপুরে ডাকাতি স্বর্ণ, নগদ টাকাসহ সর্বস্ব লুট কালিগঞ্জের পল্লীতে টমেটো, বেগুন ও সবজিসহ বিভিন্ন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা কালিগঞ্জের কুশুলিয়া কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার ৫নং কৈখালী তে বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা সভা  ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ সুন্দরবন দেখতে যেয়ে মোটর সাইকেল থেকে পড়ে চালকের মৃত্যু  কালিগঞ্জের মৌতলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে আছু সভাপতি, হাফিজ সম্পাদক নির্বাচিত হয়েছে শ্যামনগরের রমজান নগর কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
ঝিকরগাছার শিমুলিয়া আদর্শ শিশু একাডেমিতে অগ্নিসংযোগের ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ 

ঝিকরগাছার শিমুলিয়া আদর্শ শিশু একাডেমিতে অগ্নিসংযোগের ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ 

যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছার শিমুলিয়া আদর্শ শিশু একাডেমি স্কুলে ষড়যন্ত্রমূলক অগ্নিসংযোগের ঘটনায় অগ্নিসন্ত্রাসীদের গ্রেফতারে দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২২ আগষ্ট) সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বায়ক ও বিভিন্ন স্কুল কলেজ এবং এলাকাবাসীর আয়োজনে শিমুলিয়া বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিমুলিয়া শিশু একাডেমি থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ে বাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে তিন রাস্তার মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ছাত্রছাত্রীরা প্রতিবাদ মূলক বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে রাস্তায় বিক্ষোভ করেন।

প্রতিবাদ সভায় বক্তরা বলেন,স্বৈরাচার সরকার পতনের পর দেশের মানুষ যখন শান্তি ফিরে পেয়েছে তখন গত ১৭ আগষ্ট সন্ধা ৭ টার পরে একদল সন্ত্রাসী কমলমতি শিশুদের পাঠদান স্থান শিমুলিয়া শিশু একাডেমিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।আগুনে একাডেমির অফিস সহ ৪ টা শ্রেণীকক্ষ পুড়ে ছাই হয়ে যায়।
এ অগ্নিসংযোগ যারা করেছে তারা স্বৈরাচারের প্রেতআত্মা। এই অগ্নিসংযোগকারী সন্ত্রাসীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতার আনার জোর দাবী জানান বক্তরা।

এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ঝিকরগাছা বিএম হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক এসএম মাহাবুবুল আলম,শিমুলিয়া শিশু একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আলিম,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বায়ক,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সবুজ ইসলাম মুন্না,কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজ্জাদ হোসেন ও আশিকুর রহমান,আজমখান কর্মাস কলেজের ছাত্র শাহাবুর রহমান স্বরণ,সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ছাত্র ছাত্রীসহ এলাকাবাসী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড