সংবাদ শিরোনামঃ
ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ইট ভাটাকে জরিমানা কালিগঞ্জে দিনদুপুরে ডাকাতি স্বর্ণ, নগদ টাকাসহ সর্বস্ব লুট কালিগঞ্জের পল্লীতে টমেটো, বেগুন ও সবজিসহ বিভিন্ন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা কালিগঞ্জের কুশুলিয়া কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার ৫নং কৈখালী তে বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা সভা  ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ সুন্দরবন দেখতে যেয়ে মোটর সাইকেল থেকে পড়ে চালকের মৃত্যু  কালিগঞ্জের মৌতলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে আছু সভাপতি, হাফিজ সম্পাদক নির্বাচিত হয়েছে শ্যামনগরের রমজান নগর কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
নীলডুমুর ব্যাটালিয়ন১৭ বিজিবি এর ব‍্যবস্থাপনায় বিরল প্রজাতির মদনটাক পাখি সুন্দরবনে অবমুক্তকরণ

নীলডুমুর ব্যাটালিয়ন১৭ বিজিবি এর ব‍্যবস্থাপনায় বিরল প্রজাতির মদনটাক পাখি সুন্দরবনে অবমুক্তকরণ

  1. এম এ হালিম উপকূল থেকে
বিরল প্রজাতির মদন টাক পাখি পাচারকালে চুয়াডাংগা ব্যটালিয়ন (৬ বিজিবি) কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে দায়িত্বপূর্ণ ঠাকুরপুর বিওপি’র সীমান্ত এলাকা হতে গত (৩১ জুলাই ২০২৪) তারিখ আনুমানিক ২২০০ ঘটিকায় মালিকবিহীন অবস্থায় ০৪টি মদনটাক পাখি উদ্ধার করে। উদ্ধারকৃত পাখিগুলোকে সুন্দরবনে অবমুক্তকরণের নিমিত্তে রিজিয়ন সদর দপ্তর, যশোর এর মাধ্যমে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) কর্তৃক সংগ্রহ করা হয়।
উল্লেখ্য, মদনটাক সিকোনিডাই পরিবারভুক্ত লেপ্টোন্টাইলোস জলচর পাখি। জলাভূমিতে বিচরণরত অন্যান্য জলচর পাখির সাথে এর বেশ মিল রয়েছে। সাধারণতঃ এটি একাকী চলাফেরা করতে ভালবাসে। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সমূহে এদের দেখা মেলে। সারা পৃথিবীতে মাত্র ৩৯ হাজার ৩০০ বর্গ কিলোমিটার জুড়ে এদের আবাস। বাংলাদেশের সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্টে এই বিপন্ন প্রজাতির পাখি বসবাস করে।
 বিগত কয়েক বছর ধরে এদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। যার ফলশ্রুতিতে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার
 (IUCN) কর্তৃক এই প্রজাতিটিকে সংকটপন্ন, বা বিপন্ন প্রায় বলে ঘোষণা করেছে। এই পাখি সাধারণত বড় কোনো বিলের কাছে, নদীর মোহনার কাছাকাছি নিরাপদ স্থানে বসবাস করে থাকে। বিপন্ন প্রায় এই মদনটাক পাখিকে স্থানীয়ভাবে অনেকে হারগিলাও বলে থাকে।
বিরল প্রজাতির বণ্য প্রাণী রক্ষার নিমিত্ত (০৩ আগস্ট ২০২৪) তারিখ শনিবার দূপুর ১২টায় লেঃ কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার,সিগন্যালস্,পরিচালক, অধিনায়ক,নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)কর্তৃক বিপন্ন প্রায়০৪টি (চার) মনদটাক পাখি সুন্দরবনের অভ্যন্তরে কলাগাছিয়া এলাকায় অবমুক্ত করেন। পাখি অবমুক্তকরণের সময় নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)এবং আরবিজি কোম্পানীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও সাতক্ষীরা,রেঞ্জের কলাগাছিয়া  বন টহল ফাঁড়ির ইনর্চাজ মোঃ স্বাদ আল জামি এবং স্থানীয় প্রিন্টও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
 উল্লেখ্য, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত রক্ষার পাশাপাশি সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষার কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড