মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, সিলেট থেকেঃ
মৌলভীবাজার সদর উপজেলার বারাক নদী থেকে আজিজুল (৬) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরিয়া দল।
সোমবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত উদ্ধার করা হয়। শিশু আজিজুল খলিলপুর ইউনিয়নের লামুয়া গ্রামের মুহিবুর রহমানোর ছেলে।
স্থানীয়রা জানান আজ সকালে আজিজুল
বরাক নদীতে সাকু পাড় হতে গিয়ে পড়ে যায় তখন স্থানীয় লোকজন খোঁজাখোজি করলে তার তাকে খোঁজে না পাওয়ায় পরে ডুবুরিয়া দল এসে উদ্ধার কাজ চালালে দুপুরের দিকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।
Leave a Reply