সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে দিনদুপুরে ডাকাতি স্বর্ণ, নগদ টাকাসহ সর্বস্ব লুট কালিগঞ্জের পল্লীতে টমেটো, বেগুন ও সবজিসহ বিভিন্ন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা কালিগঞ্জের কুশুলিয়া কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার ৫নং কৈখালী তে বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা সভা  ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ সুন্দরবন দেখতে যেয়ে মোটর সাইকেল থেকে পড়ে চালকের মৃত্যু  কালিগঞ্জের মৌতলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে আছু সভাপতি, হাফিজ সম্পাদক নির্বাচিত হয়েছে শ্যামনগরের রমজান নগর কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জের বিষ্ণুপুরে একতা তরুণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে 
সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক পরিবারকে হুমকি, থানায় অভিযোগ

সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক পরিবারকে হুমকি, থানায় অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। অভিযোগ সুত্রে প্রকাশ, সাতক্ষীরা সদর থানার অস্তগত পাথরঘাটা গ্রামের আব্দুল সালাম। আব্দুস সালাম পেশায় একজন সাংবাদিক।

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক এ,কে,এম আবুল কাশেম (৪৫) কর্তৃক অত্র বিদ্যালয়ে ভবন তৈরির নিমিত্তে কর্তনকৃত মাটি ড্রাম ট্রাক যোগে রাতের আধারে অন্যাত্রে বিক্রি করার দৃশ্যটি ক্যামেরায় ধারণ করে। ধারণকৃত ভিডিও ফুটেজ সোস্যাল মিডিয়ায় প্রকাশ করেন।

গত ইং ০৫-০৬-২৪ তারিখ বুধবার সকাল আনুমানিক ০৯ টা ১৩ মিনিট সময় বিবাদী আবুল কাশেম তার মুঠোফোন থেকে সাংবাদিক আব্দুস সালাম কে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, বিভিন্ন ধরনের হুমকি ধামকি এমনকি প্রাণ নাশের হুমকি প্রদান করে কল কেটে দেয়। একই দিন বেলা আনুমানিক ১০ টার সময় বিবাদী আবুল কাশেম দলবদ্ধ হয়ে অজ্ঞাত নামা আরও ২/৩ জন কে সঙ্গে নিয়ে ভুক্তভোগীর বাড়িতে অনধিকার প্রবেশ করে। এ সময় আব্দুস সালাম কে বাড়িতে না পেয়ে তার স্ত্রী বিলকিস খাতুন (৩০) কে অকথ্য ভাষায় গালিগালাজ করার এক পর্যায় তাকে মারধর করার জন্য উদ্ধত হয়ে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করেন।

হুমকির একপর্যায় সোস্যাল মিডিয়ায় প্রকাশ করা ভিডিও ফুটেজ উঠিয়ে না নিলে বিভিন্ন প্রকার ক্ষয়ক্ষতি এমনকি বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবে বলে আস্ফালন করে ঘটনা স্থল ত্যাগ করে। এদিকে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবুল কাশেম এলাকার সহজ সরল লোকদের সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে একাধিক দূর্নীতির অভিযোগ আছে বলে এ দাবি করেন ভুক্তভোগী আব্দুস সালাম। এ ঘটনায় আব্দুস সালাম গত ৫ জুন বুধবার সাতক্ষীরা সদর থানায় ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক এ, কে,এম আবুল কাশেম সহ অজ্ঞাত আরও ২/৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয় জানতে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম এর সাথে মুঠো ফোনে আলাপকালে তিনি বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড