গত ২৬ মে ২০২৪ তারিখে বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় আঘাত হানে। উক্ত ঘূর্ণিঝড়ের আঘাতে শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বাসবাসকারী গরীব ও দুঃস্থ্য জনসাধারন ক্ষতিগ্রস্থ হয়।
(মহাপরিচালক মহোদয়, বর্ডার গার্ড বাংলাদেশ এর দর্শন- বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক) এ লক্ষ্যে ২৭ মে ২০২৪ তারিখ নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক বিএ-৫৮৬৯ লেঃ কর্ণেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার, সিগন্যালস্ এর সার্বিক তত্ত্বাবধানে নীলডুমুর বিজিবি সরকারী প্রাথমিকি বিদ্যালয়ে আশ্রয়রত ১৫০ জনেরও বেশি জনসাধারণের মাঝে নিয়মিত রান্না করা খাবার, সুপেয় পানি ও শুকনো খাবার ও ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান।
এছাড়াও, নীলডুমুর বিজিবি সরকারী প্রাথমিকি বিদ্যালয় এর আশ্রয়কেন্দ্রে এবং নীলডুমুর বাজার সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় রেমাল এর আঘাতে ক্ষতিগ্রস্থ ১০০(একশত) জন গরীব ও দুস্থ্যদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।
একইসাথে ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় আগত স্বেচ্ছাসেবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যদের মাঝেও নিয়মিতভাবে খাবার পরিবেশন করা হয়েছে।
ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে এলাকার সর্বসাধারণের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে নীলডুমুর বিজিবি ১৭।
Leave a Reply