সাতক্ষীরা তালা প্রতিনিধি: তালায় মাংস প্রক্রিয়াজাত কারীদের খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে তালা উপজেলা প্রাণিসম্পদ অফিস হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সন্জয় বিশ্বাস। এ সময় উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মহুয়া মেহেনাজ মুন, সাংবাদিক আব্দুল জব্বার প্রমুখ উপস্থিত ছিলেন। তালা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উক্ত প্রশিক্ষণে ২০ জন মাংস প্রক্রিয়াজাতকারী (কসাই) অংশগ্রহণ করেন।
Leave a Reply