সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে দিনদুপুরে ডাকাতি স্বর্ণ, নগদ টাকাসহ সর্বস্ব লুট কালিগঞ্জের পল্লীতে টমেটো, বেগুন ও সবজিসহ বিভিন্ন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা কালিগঞ্জের কুশুলিয়া কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার ৫নং কৈখালী তে বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা সভা  ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ সুন্দরবন দেখতে যেয়ে মোটর সাইকেল থেকে পড়ে চালকের মৃত্যু  কালিগঞ্জের মৌতলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে আছু সভাপতি, হাফিজ সম্পাদক নির্বাচিত হয়েছে শ্যামনগরের রমজান নগর কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জের বিষ্ণুপুরে একতা তরুণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে 
কালিগঞ্জে দিনদুপুরে ডাকাতি স্বর্ণ, নগদ টাকাসহ সর্বস্ব লুট

কালিগঞ্জে দিনদুপুরে ডাকাতি স্বর্ণ, নগদ টাকাসহ সর্বস্ব লুট

হাফিজুর রহমান শিমুলঃ

কালিগঞ্জ উপজেলার সদরে দিনদুপুরে কলেজ ও স্কুল শিক্ষকের বাড়িতে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। লুট করে নিয়ে গেছে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মুল্যবান জিনিসপত্র। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানালেন অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান। থানা ও সরেজমিন সূত্রে জানাগেছে, ১৩ জানুয়ারী সকাল ১১টার দিকে কালিগঞ্জ উপজেলা সদরের বাজার গ্রাম রহিমপুর গ্রামের অধ্যাপক মহসিন আলীর বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে। উপজেলার আইডিয়াল কলেজের অধ্যাপক মহসিন আলী ও দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেহেনা পারভীন দম্পতি শিক্ষা প্রতিষ্ঠানে গেলে এ সুযোগে ডাকাতরা প্রথমে প্রাচীর টপকিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। এরপরে গেটের ও ঘরের তালা ভেঙে ঘরের ভিতরের আলমারী ও বাক্স ভেঙ্গে ০৬ ভরি স্বর্ণ, নগদ ২০হাজার টাকাসহ অন্যান্য মূল্যবান আসবাব পত্র লুট করে নিয়ে গেছে। এ ব্যাপারে অধ্যাপক মহসিন কাউকে সন্দেহ করেন কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, যেহেতু বাসায় কেউ ছিলনা এছাড়া আমার সাথে কারোর কোন শত্রুতা নেই, কাউকে সন্দেহ করছিনা। তবে এটি দিন দুপুরে নিছক ডাকাতি। এব্যাপারে থানায় জানালে সরেজমিন তদন্ত করেছেন এবং একটি  জিডি করা হয়েছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, আমরা তদন্ত করে দ্রুত অপরাধীদের গ্রেফতার করার চেষ্টা করছি। থানা সদরে দিনেদুপুরে এমন দূধর্ষ চুরির ঘটনাটি অতি গুরুত্বের সাথে দেখা হবে। এদিকে উপজেলা সদরের রোকেয়া মনসুর মহিলা কলেজের পিছে ও হাজী তফিল উদ্দীন মহিলা মাদ্রাসা সংলগ্নে এমন ঘটনা হওয়ায় সচেতন মহলসহ জনসাধারনের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড