হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের বেজুয়া ফরিদপুর এলাকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্লাইমেট – স্মার্ট কৃষি প্রযুক্তির মাধ্যমে কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় বাস্তবায়িত সিম প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫জানুয়ারী) বিকাল ৪ টায় ইউপি সদস্য শেখ জাহিদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপি’র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউনিয়ন কৃষি উপসহকারী কর্মকর্তা মাহাফুজুর রহমান, সাবেক ইউপি সদস্য আবু হানিফ, সাংবাদিক আলমগীর হোসেন, আজিজুল ইসলাম, কৃষক নেতা রমিজ উদ্দিন ও জাকির হোসেন প্রমুখ। এছাড়াও এসময়ে কৃষক, কৃষাণিও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন, পরে ক্লাইমেট – স্মার্ট প্রযুক্তির ঘেরের ভেঁড়ীবাদে খরিপ মৌসুমে সিম চাষ পরিদর্শন করেন।
Leave a Reply