শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় স্কুল হলরুমে অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন ও গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা রেঞ্জ সহকারী এবি এম হাবিবুল ইসলাম।
সহকারী শিক্ষক তাজুল ইসলাম এর পরিচালনায় ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক মৃনাল কান্তি বিশ্বাস, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হাবিবুর রহমান লাভলু,সেলিনা খাতুন,মাস্টার মজিবর রহমান, আমজাদ হোসেন, আব্দুল জলিল, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সাংবাদিক এম মনিরুল ইসলামসহ অত্র বিদ্যালয়ের ছাত্র অভিভাবক, শিক্ষক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply