হাফিজুর রহমান শিমুলঃ
শিক্ষার মানোন্নয়নে সকলকে আন্তরিকতার সহিত কাজ করতে হবে। নুরানি মাদ্রাসার শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পরকালের পাথেয় হিসেবে গড়ে তোলা হয়, সেকারণে সচেতন অভিভাবকদের এগিয়ে আসতে হবে। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিব মাহবুব আলম একথা বলেন। সাতক্ষীরার কালিগঞ্জের মুকুন্দ মধুসূদনপুরে ইকরা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরুস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় উক্ত মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের একান্ত সচিব মোঃ মাহবুব আলম। মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুস সাত্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হযরত মাওলানা মিজানুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুর রব, অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ সভাপতি আলহাজ্ব শেখ শহর আলী, সেক্রেটারী ইজ্জত আলী, সহ সম্পাদক শেখ নুরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আশরাফ আলী। উপস্থিত ছিলেন শিক্ষক সালাউদ্দিন আহমেদসহ শিক্ষক মন্ডলী, অভিভাবক, সূধী, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও কোমল মতি শিক্ষার্থীরা।
Leave a Reply