শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ইয়াবা সহ দুই জনকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। ১৪ই ডিসেম্বর শনিবার রাতে শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সজীব সঙ্গীয় পুলিশ নিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করে। এসময় তাদের তল্লাশি করে একজনের কাছে ৬৭ পিস ও আরেক জনের কাছে ০৯ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের শহিদ গাজীর ছেলে ফিরোজ গাজী(২৭) ও একই গ্রামের ইস্রাফিল গাজীর স্ত্রী রাবেয়া সুলতানা (৪০)।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবা সহ আটক ২ জনকে মাদক আইনে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply