সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে রোকেয়া দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও ৫জন জয়িতাকে সন্মাননা প্রদান

কালিগঞ্জে রোকেয়া দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও ৫জন জয়িতাকে সন্মাননা প্রদান

হাফিজুর রহমান শিমুলঃ

কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালী’র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। পরর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় মনোনীত ৫জন নারীকে জয়ীতা সন্মাননা প্রদান করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত আলোচনা সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী’র সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। তিনি বলেন “মহীয়সী বেগম রোকেয়া শুধু নারী সমাজ নয় বরং সমাজের সকল মানুষকে জাগ্রত করে আলোর পথে নিয়ে এসেছিলেন। সমাজের কুসংস্কারের শৃঙ্খল থেকে নারীকে মুক্ত করার লক্ষ্যে প্রতিনিয়ত সংগ্রাম করে যাওয়া মহীয়সী এ নারীকে জাতি আজও শ্রদ্ধাভরে স্মরণ করছে। নারীরা পিছিয়ে নেই, বিমান আর ট্রেন চালানো থেকে শুরু করে সকল সেক্টরে তাদের অবদান আছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান, কালিগঞ্জ মহা বিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও  বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন , উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমান। সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, কালিগঞ্জ উপজেলা শাখার জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক। ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়কারী রাকিব হোসেন, আমির হামজা ও মারুক হাসান, আবু ঈছা প্রমুখ। বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতা ঘোষণা করে ক্রেস্ট, সনদপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড