সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের পাদদেশে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

সুন্দরবনের পাদদেশে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

শ্যামনগর প্রতিনিধি।
 ৫ ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস।বিশ্বের বিভিন্ন দেশে নানান আয়োজনের মধ্যো দিয়ে দিনটি উদযাপন করা হয়।এবারের প্রতিপাদ্য বিষয়‘
(মাটির যত্ন নেওয়া: পরিমাপ করা, পর্যবেক্ষণ করা, পরিচালনা করা)এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে(৫ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১০ টায় বেসরকারী গবেষণা প্রতিষ্টান বারসিকের উদ্যোগে শ্যামনগর উপজেলার সুন্দরবনের পাশে মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।আলোচনায় স্থানীয় জনগোষ্ঠী, উপসহকারী কৃষি,স্থানীয় সরকার,  সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম , সবুজ সংহতি ও উপজেলা স্বেচ্ছাসেবক টিমের নেতৃবৃন্দ  অংশগ্রহন করে।
বক্তারা বলেন, মাটি ও পানি আমাদের অমূল্য সম্পদ। পরিবেশ, কৃষিসহ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমাদের সুস্ত্য ভাবে বেঁচে থাকার জন্য স্বাস্থ্যকর খাবার প্রয়োজন যেটি মাটি ও পানির উপর নির্ভর করে। অতিতে আমাদের ফসল চাষাবাদ হতো মাটির নিজস্ব উর্বর শক্তিতে। তখন ছিলো না বাড়টি কীটনাশকের ব্যবহার। বর্তমানে জলবায়ু পরিবর্তন জনিত কারণে মাটি ও পানি দুষিত হচ্ছে। এছাড়াও জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য চাহিদা মিটাতে পানি ও মাটির সঠিক ব্যবহার করা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
 তারা আরো বলেন যে, উপকুলীয় এলাকায় নানান ধরনরে দুর্যোগের সাথে লবনাক্ততার মাত্রাও বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও রাসায়নিক সারের ব্যবহার বৃদ্ধির কারণে মাটির স্বাস্খ্য হুমকির মুখে। রাসায়নিক সারের পরিবর্তে জৈব পদ্ধতিতে ফসল ফলানোর চেষ্টা করতে হবে। আজ মৃত্তিকা দিবসে সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গঠনের জন্য মাটি ও পানির সুরক্ষার দাবি জানায়।
এসময় মথুরাপুর কৃষি নারী সংগঠনের সভাপতি সরমা রানীর সভাপত্তিত্বে এবং বারসিক কর্মকর্তা বিশ্বিজিৎ মন্ডলের সঞ্চালনায়  বক্তব্য রাখেন উপসহকারী মাছুম বিল্লাল,  মুন্সিগঞ্জ কলেজের অধ্যক্ষ আশুতোষ মন্ডল, সবুজ সংহতির সদস্য কৃষানী সরমা রানী, কৃষক ভুধর চন্দ্র মন্ডল, গোবিন্দ মন্ডল, বারসিক’র ভারপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার,  যুব স্বেচ্ছাসেবক টিমের প্রকাশ মন্ডল,  বরসা গাইন প্রমুখ।
এর আগে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে মথুরাপুর কৃষি প্রতিবেশ বিদ্যা শিখন কেন্দ্র পরিদর্শন ও প্ল্যাকার্ডের মাধ্যমে অংশগ্রহনকারীরা বিভিন্ন দাবি তুলে ধরেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড