নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফরুল আলম বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শ্যামনগরের ভুরুলিয়ার জাহাজঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, জাফরুল আলম বাবু কালিগঞ্জের রোকেয়া মুনসুর মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা জানান, গত ২৩ নভেম্বর শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের আমির আলী মল্লিকের ছেলে আলম হোসন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি (নং-১৬) মারামারি এবং চাঁদাবাজির অভিযোগে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে দায়ের করা হয়।
ওসি আরও জানান, এ মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে জাফরুল আলম বাবুকে গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply