নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, আমাদের উপর জুলুম করা হয়েছে, আমরা দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাইনি। দেশকে যারা ভালোবাসে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না। দেশের প্রতি যাদের দায়বদ্ধতা নেই তারা যেকোন সময় দেশকে খোদা হাফেজ বলতে পারে।
আমরা বলবো না। আমরা আমাদের আল্লাহর কাছে খুবই বিনীত-কৃতার্থ, তিনি এমন একটি সুন্দর দেশে আমাদের পয়দা করেছেন। আমরা এই দেশ নিয়ে বাঁচতে চাই। এই দেশে অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই। এই দেশকে দুনিয়ার শ্রেষ্ঠ দেশে পরিণত করতে চাই। আজ দুপুরে সাতক্ষীরা সরকারী উচ্চ বালক বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে তিনি একথা বলেন।
সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল উক্ত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন।কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান প্রমুখ।
দেওয়া হয়েছে। শত জুলুম অত্যাচারের পরও আমরা পালিয়ে যায়নি। দেশকে যারা ভালোবাসে তারা পালাতে পারে না। আমরা এই দেশকে গড়তে চাই। এই দেশের এক ইঞ্চি মাটিও আমরা ছাড়বো না।
এর আগে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে জামায়াতের কর্মী সমর্থকরা সম্মেলনস্থলে আসতে থাকেন।
দুপুর হতে না হতেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ।
এর আগে সকাল ৯টায় সাতক্ষীরা পল্লীমঙ্গল হাইস্কুল মাঠে সাতক্ষীরা জেলা জামায়াতের রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
Leave a Reply