সাতক্ষীরা’র শ্যামনগর পৌরসভায় অবস্থিত বাস টার্মিনাল সংলগ্নে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সাংস্থা জাসাস এর শ্যামনগর উপজেলা শাখার অফিস উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার ২৮ নভেম্বর বিকাল ৪টার সময় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সাংস্থা(জাসাস) শ্যামনগর উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল করিম গাজীর সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক আল আজিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য ও কার্যালয় উদ্বোধন করেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সাংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-প্রচার সম্পাদক,বর্তমান জাতীয় নির্বাহী আহবায়ক কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য,৫০ বছর পূর্তি উপলক্ষ্যে, বিএনপির জাতীয় উদ্যাপন উপ-কমিটির অন্যতম সদস্য আব্দুল্লাহ আল-কাদির (টাইগার সোহেল)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সাংস্থা (জাসাস) এর সাতক্ষীরা জেলা শাখার (ভারপ্রাপ্ত) আহ্বায়ক শেখ জিল্লুর রহমান, সদস্য সচিব মোঃ ফারুক হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার আল মাসুদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মেহেদী হাসান,আবু তালেব,মোঃ নুর হোসেন, বাবু মল্লিক, শহিদুল ইসলাম,মাজারুল সহ জাসাস এর জেলা ও উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতাদের কর্মীরা।
Leave a Reply