সংবাদ শিরোনামঃ
কয়রায় মৎস্য ঘের লুটপাট করেছে দূর্বৃত্তরা

কয়রায় মৎস্য ঘের লুটপাট করেছে দূর্বৃত্তরা

কয়রা প্রতিনিধি ঃ

কয়রা উপজেলা সদর থেকে ৩০ কিলোমিটার দূরে হড্ডা মাঝের চর গ্রামে জয়দেব মন্ডলের ২৪ বিঘা মৎস্য ঘেরে জাল টানা দিয়ে মাছ লুটপাট করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৫/১১/২৪) দিন গত রাতে এ ঘটনা ঘটেছে। এই নিয়ে এলাকায় মানুষের মাঝে চোর আতঙ্ক বিরাজ করছে । ভুক্তভোগী জয়দেব মন্ডল জানায়, আমি ২০০৭ সাল থেকে মৎস্য চাষাবাদ করে জীবিকা নির্বাহ করি। হড্ডা মাঝের চক গ্রামে আমার ২৪ বিঘা মৎস্য ঘেরে শুক্রবার দীনগত রাত আনুমানিক ১২ টার দিকে কে বা কারা আমার ঘেরে জাল টানা দিয়ে মাছ লুটপাট করে নিয়ে গেছে। তিনি আরও বলেন, ঐদিন ৩ ঘটিকায় সময় আমি আমার মৎস্য ঘেরের মাছের খাবার দিয়ে যায় আর রাত আনুমানিক ৯ ঘটিকার সময় ঘের থেকে বাড়িতে যায়। গিয়ে দেখি আমার স্ত্রী খুব অসুস্থ থাকায় আমি ওই রাতে ঘের পাহারা দিতে যায়নি। পরদিন শনিবার( ১৬/১১/২৪) তারিখ ভোর আনুমানিক পাঁচটার দিকে আমি ঘুম থেকে উঠে আমার ঘেরে যায়। গিয়ে দেখি আমার ঘেরের বিভিন্ন জিনিস পএ এলোমেলো ও ছড়ানো ছিটানো। এবং ঘেরের ভিতরে পার্শে আটন ও নেট ভেড়ি রাস্তার উপর ফেলানো , রাস্তার সাইডে মাছের পর্যন্ত পরিমাণ আশ ফেলানো। এবং রাস্তা ভিজা এবং ঘেরে থাকা কোমরের পালা গুলি একপাশে সরানো অবস্থায় রয়েছে। এ সময় আমি ঘেরের পাহাড়ারত বাসায় গিয়ে দেখি বাসার মধ্যে টস লাইক ও নেই । কে বা কারা আমার অনুপস্থিতিতে আমার ঘেরের সঙ্ঘবদ্ধভাবে মাছ লুটপাট করে নিয়ে গেছে এতে আমার ঘেরে থাকা প্রায় ৩ লক্ষ্য টাকার মাছ নিয়ে গেছে । সর্বশেষ এ ঘটনায় ভুক্তভোগী কয়রা থানায় ১৬/১১/২৪ তারিখ শনিবার লিখিত অভিযোগ করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড