সংবাদ শিরোনামঃ
সাময়িক বরখাস্ত হলো প্রধান শিক্ষক দেলোয়ার 

সাময়িক বরখাস্ত হলো প্রধান শিক্ষক দেলোয়ার 

এম এ হালিম শ্যামনগর থেকেঃ
সাতক্ষীরা জেলার  শ্যামনগর উপজেলার  গাবুরা ইউনিয়নের ১২২নং খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জেলা প্রথমিক শিক্ষা অফিসার হোসেন ইয়াসমিন করিমী স্বাক্ষরিত এক পত্রে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
এতে বলা হয়, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত বিভাগীয় মামলা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর ১২(১) ধারা মোতাবেক সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
প্রসঙ্গত, গত ৩ সেপ্টেম্বর প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলার তদন্ত অনুষ্ঠিত হয়। ওইদিন তদন্তকারী কর্মকর্তা তদন্তস্থলে গেলে সেখানে দুই পক্ষের মধ্যে মুখোমুখি অবস্থানের কারণে আইনশৃঙ্খলা
পরিস্থিতির অবনতি ঘটে।
এদিকে, দেলোয়ার হোসেনকে বরখাস্ত করার খবরে এলাকায় আনন্দ বিরাজ করছে।
জেলে কার্ড করে দেওয়ার নামে অর্থ গ্রহণ, উপবৃত্তির টাকা আত্মসাৎ, দপ্তরী নিয়োগ দেওয়ার নামে অর্থ বাণিজ্য ও বদলীর নামে বাণিজ্যের অভিযোগে হাবিবুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তি দেলোয়ার হোসেনের শাস্তির দাবিতে অভিযোগ করেছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড