সংবাদ শিরোনামঃ
দেবহাটায় রাস্তা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত দুই জন

দেবহাটায় রাস্তা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত দুই জন

আব্দুল্লাহ আল মামুন দেবহাটা প্রতিনিধিঃ
দেবহাটায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করা কে কেন্দ্র করে দুই পক্ষে মধ্যে মারামারির ঘটনার দুইজন আহত হয়েছে, ঘটনাটি ঘটে ১৫ নভেম্বর রোজ শুক্রবার সকাল ৯ টায় দেবহাটা উপজেলার সদর ইউনিয়নের আজিজপুর গ্রাম,আহতরা হলেন আজিজপুর গ্রামের মোঃ গোলাম রসুলের স্ত্রী আসমা খাতুন, ছেলে সাকিব হাসান, আসমা খাতুন জানায় আমরা দীর্ঘ ২৫-৩০ বছর ধরে এই রাস্তা দিয়ে চলা ফেলা করছি, কিন্তু তারা আমাদের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন সময় আমাদের সাথে ঝগড়া বিবাদ করে,চলার রাস্তার মধ্যে বিভিন্ন প্রকার গাছ রোপন করে যাতে করে আমরা চলাচল না করতে পারি, আমরা তাদের গাছ গুলা থেকে ডাল কেটে ছেটে দেওয়ার জন্য বলি কিন্তু তারা না কাটলে চলাচলের অসুবিধা হচ্ছে বলে আমি ও আমার ছেলে আজ সকালে একটি গাছের একটা ডাল ভেঙ্গে দিলে, আমার পার্শবর্তী বাসিন্দা আকবার আলীর ভাইরার আব্দুল গফফারের ছেলে দেবহাটা উপজেলা প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক দিন ইসলাম ও তার ভাই দিন মোহাম্মদের ইন্ধনে আকবার আলী, তার ছেলে গোলাম রসুল, আকবারের জামাই নজরুল ইসলাম, আকবারের মেয়ে সুফিয়া খাতুন, মাশকুরা খাতুন, আমাদের উপর হামলা করে। এ সময় বাড়ি থেকে আকবার কুড়াল এনে হত্যার উদ্দেশ্যে আমার মাথায় আঘাত করে, আর নজরুল সাবল দিয়ে আমার ছেলের মাথায় আঘাত তার পরে আমরা মাটিতে লুটিয়ে পড়লে । আকবারের মেয়ে সুফিয়া খাতুন, মাশকুরা বাঁশ দিয়ে বেধড়ক মারপিট করে। তার পরে আমার স্বামী জানতে পারলে বাড়ি এসে আমাদেরকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ব্যাপারে আকবারের মেয়ে বলে আমরা আমাদের জায়গায় কি করবো কিনা সেটা আমাদের ব্যাপার কিন্তু তাদের সাথে আমাদের বিভিন্ন সময় রাস্তা নিয়ে ঝামেলা হয়। তারা কিছুদিন ধরে আমাদের গাছের ডাল কাটটে বলছে কিন্তু কিন্তু আমরা আজগার মেম্বার কে বললে তিনি বলেন ডাল কাটার দরকার নাই কোন কিছু না বাধলে ছাড়াবে না।
মারামারি ঘটনায় দেবহাটা থানায় ওসি হযরত আলী বলেন আমরা কাছে অভিযোগ আসার সাথে সাথে অফিসার পাঠিয়েছিলাম তারা সেখান থেকে একটি কুড়াল ও সাবল উদ্ধার করেছে, তদন্ত শেষে দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড