শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
মাল সামানা আর বাস্ক পেটরা গোছানো হয়েছে আরও আগে। মাত্র কয়েক ঘন্টা পরেই মুক্তি শ্যামনগর উপজেলার দায়িত্বভার থেকে। তারপরও অর্পিত দায়িত্ব ও কতর্ব্য পালনে সচকিত তিনি। শেষ কর্ম দিবসে পৌছেও তিনি স্বাক্ষর রাখলেন দায়িত্ব ও কর্তব্যের প্রশ্নে অবচিল তিনি।
ভোরের আলো ফুটতেই ভু-গর্ভ্যস্থ বালু উত্তোলনের খবরে আশ^স্থ করলেন দৃঢ় পদক্ষেপ গ্রহনের। তারও প্রায় তিরিশ মিনিট আগে মুন্সিগঞ্জের অজপাড়া গাঁয়ে বসবাসরত দেবব্রত মন্ডলের দাপ্তরিক কাজটিও তিনি সমাধা করে দিলেন।
এমন কর্তব্য নিষ্ঠার পরিচয় মিললো শ্যামনগর উপজেলাকে ‘বিদায়’ বলা সদ্য সাবেক ইউএনও ড. সঞ্জীব দাশের ক্ষেত্রে। যিনি মাত্র সাড়ে তিন মাসেরও কম সময়ের দায়িত্ব পালনকালে স্বাক্ষর রেখেছেন নানামুখী উন্নয়ন কার্যক্রমের।
জানা যায় জুলাইয়ের শেষ দিকে তিনি সাতক্ষীরার শ্যামনগরে যোগ দেন। স্বল্প সময়ের মধ্যে সংঘটিত ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের আগে ও পরে দক্ষতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেন। পরবর্তীতে দুর্গা পুঁজাসহ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এর অনুপস্থিতিতে কর্মঘন্টাকে লম্বা করে আন্তরিকতার সাথে দায়িত্ববোধের পরিচয় দেন।
উপকুলীয় জনপদের শেষ সীমানায় দায়িত্ব পালনকালে ‘ডানা’র প্রভাব মোকাবেলার প্রস্তুতিসহ উপজেলা পরিষদে আধুনিক সম্মেলন কক্ষ গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখেন তিনি। এছাড়া পরিচালনা পর্ষদ বিলুপ্তির পর শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম চালু রাখাসহ সরকারি দপ্তরসুমহের কার্যক্রম তদারকিতেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তিনি।
বিদায়কালে নিজের অভিব্যক্তিতে ড. সঞ্জীব দাশ জানান শ্যামনগরের রাজনীতিবিদগন অত্যন্ত আন্তরিক। তাদের সহযোগীতামুলক ব্যবহারের কারনে এমন গুরুত্বপুর্ন সময়েও স্থানীয় পরিবেশ অত্যন্ত ভাল ছিল। উপকুলীয় এ জনপদের মানুষের খুব বেশী আশা আকাংখা নেই- উল্লেখ করে তিনি আরও বলেন স্বাস্থ্য ও শিক্ষার মান উন্নয়নকে প্রাধান্য দিলে আরও ভাল মনের মানুষের আর্বিভাব ঘটবে। তিনি নিজ পরিবারসহ সকলের জন্য দোয়া কামনা করেন। প্রসংগত উল্লেখ্য আজ বুধবার নবনিযুক্ত ইউএনওকে দায়িত্ব দিয়েই তিনি রওনা হবেন নুতন কর্মস্থল বাগেরহাটের উদ্দেশ্যে।
Leave a Reply