সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে বাস চাপায় মোটরসাইকেল চালক নি*হ*ত, আরোহী আহত স্বপ্নবাজী সাতক্ষীরা রেঞ্জ থেকে দুবলার চরে যাচ্ছেন ৪০১জন পূণ্যার্থী ১২ টি ট্রলারে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে সাতক্ষীরা ৪ আসনে কাজ করতে চাই-সাবেক সংসদ সদস্য কাজী মোঃ আলাউদ্দিন রাত পোহাতেই শুরু হবে সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব শেষ মুহুর্তেও কতর্ব্য নিষ্ঠার পরিচয় ইউএনও’র রাতের আধাঁরে বিএনপি ও যুবদল নেতার নেতৃত্বে ১২শ বিঘার চিংড়িঘের দখল কালিগঞ্জে এক প্রতারককে ভ্রাম্যমাণ আদালতে জেল কালিগঞ্জে ২’শ পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করলেন প্রত্যাশা ফাউন্ডেশন শ্যামনগরে কৃষি প্রতিবেশবিদ্যা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে
রাত পোহাতেই শুরু হবে সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব

রাত পোহাতেই শুরু হবে সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব

এম এ হালিম উপকূল থেকেঃ

সুন্দরবনের দুবলার চরে ৩ দিন ব্যাপী রাস উৎসব শুরু। রাস পূর্ণিমা উপলক্ষে ১৪ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী সুন্দরবনের দুবলারচরে ঐতিহ্যবাহী রাস পূর্ণিমায় পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হবে।

শুক্লপক্ষের চাঁদের আলোয় শোভিত নিরব সুন্দরবন চরাঞ্চল সরব হয়ে উঠবে পূণ্যার্থীদের পূজা ও আরাধনায়। দূর্গম সাগর-প্রকৃতির অভাবমায় সৌন্দর্য্যরে মাঝে পূর্ণ্য অর্জন আর সঞ্চার যেন মিলে মিশে একাকার হয়ে যায়। কার্তিক-অগ্রহায়ণে শুক্লপক্ষের ভরাপূর্ণিমা সাগর উছলে ওঠে। চাঁদের আলোয় সাগর-দুহিতা দুবলার চরে আলোর কোল মেতে ওঠে রাস উৎসবে। এবারের রাস উৎসবে যেতে সুন্দরবনের রুট দিয়েছে বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে পাস নিয়ে। বঙ্গোপসাগরের মোহনায় সুন্দরবনের দুবলাচরে ও আলোরকোলে রাস পুর্ণিমায় রাধাকৃষ্ণের পুজা, পুর্ণ্যস্নন অনুষ্ঠিত হবে। পুণ্যস্নানে নিরাপদে যাতায়াতের জন্য দর্শনার্থী ও তীর্থযাত্রীদের জন্য সুন্দরবন পশ্চিম বন বিভাগ পাঁচটি পথ নির্ধারণ করেছে। এ সকল পথে বন বিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের টহল দল তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।

প্রতিটি অনুমতিপত্রে সিল মেরে পথ/রুট উল্লেখ করা হবে ও যাত্রীরা নির্ধারিত রুটগুলোর মধ্যে পছন্দমতো একটি মাত্র পথ ব্যবহারের সুযোগ পাবেন। ১৫ নভেম্বর দিনের ভাটায় যাত্রা শুরু করতে হবে এবং নৌযানগুলো কেবল দিনের বেলায় চলাচল করতে পারবে।

বনবিভাগের চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোথাও নৌকা, লঞ্চ বা ট্রলার থামানো যাবে না। প্রতিটি ট্রলারের গায়ে রং দিয়ে বিএলসি অথবা সিরিয়াল নম্বর লিখতে হবে। সুন্দরবনের অভ্যন্তরে অবস্থানকালীন সবসময় টোকেন ও টিকেট নিজের সঙ্গে রাখতে হবে। প্রতিটি লঞ্চ, নৌকা ও ট্রলারকে আলোরকোলে স্থাপিত কন্ট্রোলরুমে রির্পোট করতে হবে। রাসপূর্ণিমা পুণ্যস্নানের সময় কোন বিস্ফোরকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ব্যবহার ও বহন সম্পূর্ণ নিষিদ্ধ।

কারো কাছে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরকদ্রব্য, হরিণ মারার ফাঁদ, দড়ি, গাছ কাটা কুড়াল, করাত ইত্যাদি অবৈধ কিছু পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রলারে কোন প্লাস্টিকের খাবারের প্লেট বহন করা যাবে না। লঞ্চ, ট্রলার, নৌকায় এবং পুণ্যস্নান স্থালে মাইক বাজানো, পটকা, বাজি ফোটানোসহ কোন প্রকার শব্দ দূষণ করা যাবে না। রাস পূর্ণিমায় আগত পুণ্যার্থীদের সুন্দরবনে প্রবেশের সময় জাতীয় পরিচয়পত্র অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট হতে প্রাপ্ত নাগরিকত্বের সনদপত্রের মূলকপি সাথে রাখতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড