সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে কোডেক এর উদ্যোগে বসতবাড়িতে সবজি চাষ ও চারা রোপন

শ্যামনগরে কোডেক এর উদ্যোগে বসতবাড়িতে সবজি চাষ ও চারা রোপন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবিধিঃ

শ্যামনগর বিডফরসিজে প্রকল্প অফিস মাঠে কৃষি ইকোসিস্টেম পুনরুদ্ধার কর্মসূচির আওতায় বছরব্যাপী বসতবাড়িতে সবজি চাষ ও বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়নের জন্য উপকারভোগীদের মাঝে সবজির বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ করা হয়। রোববার ১০ই (নভেম্বর) উন্নয়ন সহযোগী সংস্থা অস্ট্রেলিয়ান এইড ও অক্সফাম বাংলাদেশ এর সহযোগিতায় জাতীয় পর্যায়ের বেসরকারী প্রতিষ্ঠান কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) কর্তৃক বাস্তবায়িত “ব্লু ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস” প্রকল্পের আওতায় এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে গত ১৫ অক্টোবর বসতবাড়িতে সবজি চাষ ও চারা রোপন-এর উপর প্রশিক্ষণ প্রাপ্ত শ্যামনগর কাশীমারি ও কইখালী ইউনিয়নের ১৮জন নারী উপকারভোগী অংশ নেন। এই কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের মাঝে বসতবাড়িতে সবজি চাষ ও বৃক্ষ রোপনের জন্য ২৩ টি চারা গাছ (ফলজ, ঔষধি ও বনজ), ০৭ প্যাকেট বিভিন্ন ধরনের সবজি বীজ এবং নিরাপদ সবজি উৎপাদনের জন্য ৪০ কেজি জৈব সার এবং জৈব বালাইনাশক যেমন- ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদসহ, ট্রাইকোডার্মা পাউডার ১ প্যাকেট এবং ঘেরা ও মাচার জন্য দুই ধরনের নেট প্রতিটি উপকারভোগী সদস্যদের মাঝে বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালাম গাজী। উক্ত বিতরণ অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর প্রজেক্ট অফিসার রাসেল আমিন এবং সহযোগিতায় ছিলেন ফিল্ড অফিসার গাজী ফারুক হোসেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড