হুসাইন বিন আফতাব,শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ীর জয়নগরের বাসিন্দা এবং বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল, তামিরুল্লাত কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ এবং জামায়াতের কেন্দ্রীয় নেতা ড. মুহাদ্দিস খলিলুর রহমান মাদানীর পিতা আলহাজ্ব আব্দুল জব্বার তরফদার (৯৫) এর দাফন সম্পন্ন হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৮ নভেম্বর) জয়নগর মাদানী ফাউন্ডেশন জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে হাজারো মুসল্লির উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে মসজিদের সামনে চিরনিদ্রায় শায়িত করা হয়।
মরহুমের জীবনের উপর আলোচনা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্যাহ, তামিরুল্লাত কামিল মাদ্রাসার মুফাসসিরিন আবুল কাশেম, মিরসরাই পীর সাহেব আব্দুল মোমেন নাসেরী, খুলনা বায়তুল মোকাররম মসজিদের খতিব অধ্যক্ষ আজিজুর রহমান সিদ্দিকী এবং খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ রহমত উল্যাহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মরহুম আব্দুল জব্বার তরফদার মৃত্যুকালে ৬ পুত্র ও ৭ কন্যাসহ অসংখ্য নাতি-নাতনি রেখে গেছেন। তার রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।
Leave a Reply